শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের দাপট, নেই বাংলাদেশের কেউ

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫৭

আইসিসির দর্শকসেরা মনোনয়ন

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটের অভিবাবক সংস্থা আইসিসি প্রতি বছরই বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দিয়ে থাকে। এবার দশকসেরা (১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০) ক্রিকেটারের পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে আইসিসি। গতকাল মনোনয়ন তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে দর্শকদের ভোট দেয়ার সুযোগ থাকছে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন দর্শকরা। চূড়ান্ত নির্বাচনে দর্শকদের ভোট ১০ ভাগ ও বাকি ৯০ ভাগ বিশেষজ্ঞ প্যানেলের ভোট।

পুরুষ ও নারী ক্রিকেটে তিন সংস্করণেই দশকসেরা ক্রিকেটার নির্বাচন করা হবে। মনোনীত তালিকায় রয়েছে ভারতীয় ক্রিকেটারদের দাপট। হতাশার খবর হলো এই তালিকায় নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। দশকসেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া টেস্ট, ওয়ানডে, টি-২০’র দশক সেরার তালিকায়ও আছেন কোহলি। একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

গত এক দশকে সব সংস্করণ মিলে ২০ হাজার ৯৬০ রান করেছেন কোহলি। এক দশকে এত রানের ইতিহাস নেই ক্রিকেটে। বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮ বার মনোনয়ন পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ৫ বার, অস্ট্রেলিয়া ৪ বার, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ৩ বার করে, নিউজিল্যান্ড ২ বার, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ১ বার করে মনোনয়ন পেয়েছেন।