শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদের আগ পর্যন্ত লিগের খেলা এরপরই আবার বন্ধ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:১৭

স্পোর্টস রিপোর্টার

আগামী ৩০ এপ্রিল শুক্রবার, বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী পুলিশ এবং টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ হওয়ার কথা রয়েছে। খেলার সময়টা নির্ধারণ হবে কয়েক দিনের মধ্যেই। বাফুফে জানিয়েছে ফিকশ্চার করা হয়েছে জানিয়ে দেওয়া হবে। 

লিগের ফিরতি পর্বের খেলা শুরু হলেও ১২ দিন খেলা হয়ে বন্ধ, ঈদের ছুটিতে বন্ধ থাকবে লিগ। ঈদের ছুটিতে গেলেও এএফসি এবং জাতীয় দলের প্রস্তুতির কারণে খেলা শুরু হবে না। এএফসি কাপে আবাহনী ও বসুন্ধরা কিংস খেলবে। ২০ মে পর্যন্ত গ্রুপ পর্বের খেলা চলবে। এরপর জাতীয় দলের প্রস্তুতি রয়েছে। জাতীয় দলের খেলাও রয়েছে জুনের শুরুতেই। কাতারে বাংলাদেশের গ্রুপ পর্বের খেলা হবে ১৫ জুন পর্যন্ত। এই পর্যন্ত খেলা বন্ধ থাকলে আবার ক্লাবগুলোকে বড় অঙ্কের মাশুল গুনতে হবে। প্রায় এক মাস খেলা বন্ধ থাকবে। এএফসির খেলায় দুই ক্লাব এবং জাতীয় দলের খেলায় ২৫ ফুটবলার ব্যস্ত থাকবে। বাফুফে বলছে, অন্যান্য ক্লাবের খেলা চালু রাখা সম্ভব না।