শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোহামেডানকে থামাল রূপগঞ্জ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৩০

বিজয়-অভিমন্নুর সেঞ্চুরিতে জিতলো প্রাইম ব্যাংক

 স্পোর্টস রিপোর্টার

তিন রাউন্ড শেষেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। চতুর্থ রাউন্ডেই হোঁচট খেল মোহামেডান। গতকাল আবাহনী জিতলেও হেরে গেছে মোহামেডান। গতকাল মিরপুর স্টেডিয়ামে রানের ম্যাচে মোহামেডানের জয়রথ থামিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ইনিংসের শেষ ওভারে মোহামেডানের বিপক্ষে চার উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে রূপগঞ্জ।

আব্দুল মজিদের সেঞ্চুরিতে সাত উইকেটে ২৯৫ রানের বড় স্কোর গড়েছিল মোহামেডান। পরে তিন ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে ৪৯.২ ওভারে ছয় উইকেটে ২৯৬ রান তুলে অসাধারণ জয় পায় রূপগঞ্জ। ৮৫ রান করে রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম ম্যাচ সেরা হন।

বিকেএসপিতে বরাবরের মতোই রানের ম্যাচ হয়েছে। তবে ম্যাচটা পূর্ণাঙ্গ হয়নি বৃষ্টির কারণে। ডিএল মেথডে প্রাইম ব্যাংক ২৯ রানে পরাজিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। আগে ব্যাট করে অভিমন্নু ইশ্বরন ও এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৪৪ রানের বিশাল স্কোর গড়ে প্রাইম ব্যাংক। জবাবে ৩৭.১ ওভারে শেখ জামাল চার উইকেটে ২০৬ রান তুলতেই নামে বৃষ্টি। পরে আর খেলা হয়নি। ডিএল মেথডে ম্যাচ জিতে যায় প্রাইম ব্যাংক। ১৩৩ রানের ইনিংস খেলে অভিমন্নু ম্যাচ সেরা হন।

মিরপুরে লিস্ট-এ ক্রিকেটে আব্দুল মজিদের সপ্তম সেঞ্চুরিতে মোহামেডান বড় স্কোরের ভিত পায়। পরে অবশ্য নাদিফ চৌধুরী ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মজিদ ১২৬ বলে ১০৭ রান (৫ চার, ৩ ছয়) করেন। নাদিফ ৬৪, রকিবুল ২৯, ইরফান শুক্কুর ২৫, চতুরঙ্গা ডি সিলভা অপরাজিত ২৩ রান করেন। রূপগঞ্জের শহীদ নেন তিনটি উইকেট।

বড় স্কোরটা তাড়া করতে প্রয়োজনীয় ব্যাটিংটাই করেছে রূপগঞ্জ। সম্মিলিত প্রয়াসে ম্যাচ জিতে গেছে তারা চার বল বাকি থাকতেই। নাঈম ইসলাম ৮৫, মুমিনুল ৫৫, রিশি ধাওয়ান ৫১, নাঈম ৩৩, শাহরিয়ার নাফিস ২৫, জাকের আলী ২৬ বলে অপরাজিত ৩৪ রান করেন। মোহামেডানের শফিউল দুইটি উইকেট পান।

বিকেএসপিতে প্রাইম ব্যাংক রান পাহাড়ে চড়েছিল লিস্ট-এ ক্রিকেটে বিজয়ের ১১তম ও অভিমন্নুর পঞ্চম সেঞ্চুরিতে। বিজয় ১০৩, অভিমন্নু ১৩৩ রান (১০ চার, ১ ছয়) রান করেন। শেষ দিকে আরিফুল হকের ৩২ বলে অপরাজিত ৬৭ রানের ঝড়ো ইনিংসে তিনশ পার হয় প্রাইম ব্যাংকের স্কোর। শেখ জামালের তানবির হায়দার দুইটি উইকেট পান। রান তাড়া করতে নেমে ৫৯ রানে তিন উইকেট হারালেও শেখ জামালের জবাবটা খারাপ ছিল না। নাসির হোসেন ও নূরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরি কাজে লাগেনি বৃষ্টির বাধায়। নাসির ৭৬, নূরুল হাসান সোহান অপরাজিত ৫৪, তানবির হায়দার অপরাজিত ১৬, ইমতিয়াজ ২৬ রান করেন। প্রাইম ব্যাংকের রাজ্জাক নেন দুইটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ

মোহামেডান: ৫০ ওভারে ২৯৫/৭ (আব্দুল মজিদ ১০৭, নাদিফ ৬৪, রকিবুল ২৯, ইরফান শুক্কুর ২৫, চতুরঙ্গা ডি সিলভা ২৩*, তুষার ইমরান ১৯, সোহাগ গাজী ১৭; শহীদ ৩/৭০, রিশি ধাওয়ান ১/৪৮, মুক্তার আলী ১/৬৭)।

রূপগঞ্জ: ৪৯.২ ওভারে ২৯৬/৬ (নাঈম ইসলাম ৮৫, মুমিনুল ৫৫, রিশি ধাওয়ান ৫১, নাঈম ৩৩, শাহরিয়ার নাফিস ২৫, জাকের আলী ৩৪*, মুক্তার আলী ১*; শফিউল ২/৬৫, আলাউদ্দিন বাবু ১/৬০)।

ফলাফল: রূপগঞ্জ চার উইকেটে জয়ী।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাব

প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩৪৪/৬ (অভিমন্নু ইশ্বরন ১৩৩, বিজয় ১০১, আরিফুল হক ৬৭*, অলক কাপালি ১৬, নাহিদুল ৮*; তানবির হায়দার ২/২৭, তাইজুল ১/৫৭, শহীদুল ১/৬৯, জিয়াউর ১/৭১)।

শেখ জামাল: ৩৭.১ ওভারে ২০৬/৪ (নাসির ৭৬, নূরুল হাসান ৫৪*, তানবির হায়দার ১৬*, ইমতিয়াজ ২৬, ফারদিন ১৭; নাহিদুল ২/৫১, মনির হোসেন ১/২৩, রাজ্জাক ১/৫২)।

ফলাফল: প্রাইম ব্যাংক ২৯ রানে জয়ী (ডিএল মেথড)।