শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডি ভিলিয়ার্সের চার ফেবারিট

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৩০

বিশ্বকাপ ২০১৯

 স্পোর্টস রিপোর্টার

সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ২০১৫ সালের বিশ্বকাপেই খেলেছিলেন। সেবার তার দলকে থামতে হয়েছিল সেমিফাইনালেই। ভিলিয়ার্সরা হেরে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে। ‘চোকার্স’ নামে পরিচিত দলটি এর আগে ২০০৭ ও ১৯৯৯ সালেও সেমিফাইনাল খেলেছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলায় এবার বিশ্বকাপে নেই ভিলিয়ার্স। তবে তিনি এবারো প্রোটিয়াদের সম্ভাবনা দেখছেন। যদিও নিজেদের ফেবারিট মানতে নারাজ তিনি। স্পোর্টস২৪-কে বললেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সুযোগ আছে। কারণ আমাদের বিশ্বমানের একটা দল আছে। দলে একগাদা ম্যাচ উইনার আছেন।  প্রোটিয়া দলটা এই মুহূর্তে ভারসাম্যপূর্ণ, তবে ঠিক বিশ্বকাপ জয়ের মত ফেবারিট নয়।’

তাহলে বিশ্বকাপে ফেবারিট কারা? - এই প্রশ্নের জবাবে তিনি চারটি দলের কথা বললেন- ‘ভারত ও ইংল্যান্ড খুব শক্ত দল। অস্ট্রেলিয়া পাঁচটি বিশ্বকাপ জিতেছে। দু’বছর আগেই ইংল্যান্ডে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছে পাকিস্তান। তাই আমার মতে এই চারটা দলই ফেবারিট।’ তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ একটা কঠিন টুর্নামেন্ট। আমি তিনটা বিশ্বকাপ খেলেছি, আমি বুঝি এটা কখনোই সহজ নয়। এখানে ভালো মানের অনেক দল আছে। এখানে ভালো দল নিয়ে এসে খেলা শুরু করার পর আসলে বোঝা যাবে কার বিশ্বকাপ জয়ের সামর্থ্য সবচেয়ে বেশি।’ তবে এই চার দলের মধ্যে ভিলিয়ার্স আলাদা করে বললেন ভারতের কথা। বিশেষ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। কোহলির ব্যাপারে ডি ভিলিয়ার্স বলেন- ‘গেল কিছুদিন ধরে বিরাট অতিমানবীয় পারফরম্যান্স দেখাচ্ছে। আমি ওর সাথে আট বছর আইপিএল খেলেছি। ওর ক্লাসটা আসলে এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে আর কেউ নেই। আমি বিশ্বাস করি ওর ব্যক্তিত্ব আর মানসিক দৃঢ়তাই ওকে সবার আগে নিয়ে গেছে। এই মুহূর্তে ও ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড়।’