বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইপিএল ফাইনাল হায়দারাবাদে

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৩২

শুরুতে কথা ছিলো, চেন্নাইয়ের এন চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল; কিন্তু তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের তিনটি দর্শক গ্যালারি ফাইনালে খোলার ব্যাপারে রাজি না হওয়ায় এই ভেন্যু সরিয়ে নিয়ে যাওয়া হলো। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, এবারের আইপিএল ফাইনাল আগামী ১২ মে অনুষ্ঠিত হবে হায়দারাবাদের রাজীব গান্ধী আর্ন্তজাতিক স্টেডিয়ামে। অবশ্য চেন্নাই এখনো ১ নম্বর কোয়ালিফায়ার ম্যাচটা আয়োজন করবে। কারণ, বর্তমান চ্যাম্পিয়ন এই দলটিকে একেবারে বঞ্চিত করতে চায় না বোর্ড। অন্য দিকে ৮ মে এলিমিনেটর ও ১০ মে ২ নম্বর কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। হায়দারাবাদে ফাইনাল হলেও কোনো কোয়ালিফায়ার বা এলিমিনেটর হবে না। কারণ, এখানে ৬, ৮ ও ১০ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।