বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবাহনীর টিকে থাকার লড়াই আজ

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১৭

বিপক্ষ বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব মাত্রই শুরু হয়েছে। এখনও অনেক খেলা বাকি। তারপরও আজকের আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের খেলাটি লিগের ফাইনালে রূপ নিয়েছে।

কারণ এই ম্যাচেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে শিরোপা কোন পথে যেতে পারে। পয়েন্ট টেবিলে আবাহনী এবং বসুন্ধরা মুখোমুখি হওয়ার আগে চার পয়েন্টের ব্যবধানে আছে। ১৩ খেলায় ১২ জয়ে বসুন্ধরা কিংস পেয়েছে ৩৭ পয়েন্ট। সমান খেলায় ১১ জয়ে আবাহনীর (২ হার) অর্জন ৩৩ পয়েন্ট।

বসুন্ধরা কোনো ম্যাচ না হারলেও আবাহনী দুটিতে হেরেছিল প্রথম পর্বে। বসুন্ধরা লিগের শুরুতে নীলফামারীতে নিজেদের ভেন্যুতে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনীকে। আবাহনী দ্বিতীয় হারটি ছিল সিলেটে শেখ রাসেলের বিপক্ষে (২-০)।

একমাসের ব্যবধানে দুই দুটি হারে মূল্যবান ৬ পয়েন্ট হারিয়ে পিছিয়ে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। শিরোপা ধরে রাখার মিশনে আবাহনী এখন পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে। শুধু তাই না, আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ রাসেল। শেখ রাসেল তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৩ পয়েন্ট পেয়েছে। তাই সামনে পেছনে মিলিয়ে চাপে আছে আবাহনী।

এরকম পরিস্থিতিতে আজ বসুন্ধরার কাছে হেরে গেলে আবাহনীকে ছুঁয়ে ফেলবে শেখ রাসেল। শুধু তাই নয়। আবাহনী ৭ পয়েন্ট পিছিয়ে যাবে। শিরোপা জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে। বসুন্ধরা তখন নিজেদের ম্যাচগুলো জিতলেই ট্রফি উঠবে ঘরে। বসুন্ধরার সামনে তাই এ খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এরকম পরিস্থিতিতে আবাহনীর পথ এখন একটাই, বসুন্ধরাকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখা এবং পেছনে ধেয়ে আসা প্রতিদ্বন্দ্বীকে দূরে সরানো। সেজন্য আবাহনীকে নিজেদের খেলাগুলো জিতে রাখতে হবে এবং বসুন্ধরা কিংসের অমঙ্গল কামনা করতে হবে। যেন বসুন্ধরা দ্বিতীয় এবং তৃতীয় হারের মুখ দেখে।

এমন আশঙ্কা দেখছেন না বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। দল নিয়ে কাল বললেন,‘আমাদের অবস্থা আবাহনীর চেয়ে ভালো। এখন মাঠে প্রমাণ করতে পারলেই ট্রফি আমাদের হাতের মুঠোয়।’

চেন্নাইন এফসি এবং আবাহনীর খেলা মাঠে এসে দেখেছিলেন অস্কার। সে প্রসঙ্গে তিনি বললেন,‘আবাহনী সম্পর্কে চেন্নাইন যতটা যানে তার চেয়েও বেশি জানি আমরা।’

আবাহনীর পর্তুগীজ মারিও লেমস জানিয়েছেন বিজয়ী দলটাই মাঠে নামাবেন আজ। টিকে থাকার লড়াইয়ে কোচ লেমস আত্মবিশ্বাসী। কারণ এএফসি কাপ ফুটবলে ভারতের চেন্নাইন এফসির বিপক্ষে আবাহনী দারুণ খেলেছে। স্মরণীয় জয় পেয়েছে। ইনজুরি জর্জরিত আবাহনী চায় আরেকটা ভালো ম্যাচ উপহার দিতে।

আজকের খেলা ঃ  আবাহনী ও বসুন্ধরা কিংস। ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।