শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এইচপি ক্যাম্প শুরু

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হয়েছে। হেড কোচ সিমন হেলমুট ক্যাম্পের শুরুতেই যোগ দিয়েছেন। গত শনিবার শুরু হওয়া ক্যাম্পে এখন মূলত ফিটনেসের উপরই জোর দেওয়া হচ্ছে। ২৩ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প হবে ১৬ সপ্তাহের। আয়ারল্যান্ড থেকে গতকাল সকালে দেশে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসান। দুই তরুণই গতকাল যোগ দিয়েছেন এইচপি ক্যাম্পে।

দুই বছর আগে এইচপি দল গিয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। হেড কোচ হেলমুট আশা করছেন, এবারও দেশের বাইরে সফরে যাবে এইচপি দল। অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে সফরে যেতে চান তিনি। এছাড়া বেশি বেশি ম্যাচ খেলার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি ভবনে হেলমুট সাংবাদিকদের বলেছেন, ‘আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। যদি আমরা অস্ট্রেলিয়াতে একটি সিরিজ আয়োজন করতে পারি বা ইংল্যান্ডে, আমরা সেটা চেষ্টা করবো। বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের ম্যাচ খেলতে হবে। সেটা আমাদের মধ্যে ভাগ করে হোক, অনূর্ধ্ব-১৯ হোক, ‘এ’ দল হোক। আশা করছি আমরা অস্ট্রেলিয়া বা অন্য কোথাও সফর আয়োজনের চেষ্টা করবো যাতে খেলোয়াড়রা বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে।’