বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাজেটের আশ্বাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫৬

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বেশ কিছু দিন ধরে বলে আসছিল নেপালে এসএ গেমস হবে এখনও প্রশিক্ষণ শুরু করতে পারছে না। বাজেট না পাওয়ার কারণে প্রশিক্ষণ শুরু হতে দেরি হচ্ছে। ১-১০ ডিসেম্বর এসএ গেমস হবে নেপালের দুটি শহর, কাঠমান্ডু এবং পোখরা শহরে। বাজেট নিয়ে দুশ্চিন্তা করতে না করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি নিশ্চিয়তা দিয়েছেন বাজেট পেয়ে যাবে বিওএ। ক্রীড়া প্রতিমন্ত্রী গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া উত্সবের উদ্বোধন করতে। তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, ‘এসএ গেমস নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। সেটা কেটে গেছে। বিওএ ইতোমধ্যে ট্রেনিং ও অংশগ্রহণের জন্য ৩৯ কোটি টাকার একটা বাজেট দিয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা এটা পাব। বিওএ কাজ শুরু করতে পারে। কারণ টাকা অবশ্যই পাবে।’

নেপালে এরই মাঝে ১৩তম এসএ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করা হয়েছে। হাতে রয়েছে ৬ মাস। কিন্তু বাংলাদেশ এখনো এই গেমসের প্রস্তুতি শুরু করতে পারেনি। এসএ গেমস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী কথা বলেছেন।

বলেছেন, ‘যখন লোগো ও মাসকট উন্মোচনের মধ্যে দিয়ে গেমস নিশ্চিত হয়েছে তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এ ছাড়া বিওএর সভাপতি, মহাসচিবসহ  অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। প্রয়োজনের কথা জানিয়েছি। আশাকরি সব হয়ে যাবে। তবে এখন এমন একটা সময় যখন নতুন বাজেট হতে যাচ্ছে। বাজেটের আগে অর্থ ছাড় করাটা কঠিন। তিনি বলেন বাজেটের পর অবশ্যই এ অর্থ ছাড় হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারছেন না বিওএর উপমহাসচিব আশিকুর রহমান মিক। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাজেট টাকা না পাওয়া পর্যন্ত অনুশীলন শুরু করা কঠিন। বলেছেন, ‘আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না। বিওএ আগে এভাবে অনুশীলন শুরু করেও টাকা পায়নি। তাই অর্থ বরাদ্দের আগে অনুশীলন শুরু করা হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।’