বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আত্মবিশ্বাসী স্টিভ ওয়াহ

আপডেট : ২০ মে ২০১৯, ২০:৫১

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দল নিয়ে আত্মবিশ্বাসী দলটির সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি মনে করেন, বল টেম্পারিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ও ওয়ার্নার ফেরায় বাকিদলগুলোর জন্য অজিদের সাথে পেরে ওঠা কঠিন হবে।

স্টিভ ওয়াহ বলেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাপারে বাকিদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই। অস্ট্রেলিয়া এখন কতটা শক্তিশালী সেটা বাকিটা বুঝে গেছে। একটা বছর আমাদের খুব কঠিন সময় গেছে। কিন্তু, স্মিথ আর ওয়ার্নার ফেরায় আমরা নিজেদের সেরা সময় ফিরে পেয়েছি। টানা আটটি ম্যাচ জিতে আমরা নিজেদের প্রমাণ করেছি। ফলে, বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে।

অস্ট্রেলিয়ার পাশাপাশি ফেবারিট হিসেবে স্টিভ ওয়াহ ভারত ও ইংল্যান্ডের কথাও বললেন, ‘আমি মনে করি গেল দুই বছর ইংল্যান্ড ও ভারত দারুণ ফর্মে আছে। বিশেষ করে ইংল্যান্ড নিজেদের মাটিতে খেলবে। ফলে, ওরা যেকোনো দলের জন্যই বিপদজনক। তাই ওরাই আমার চোখে সবচেয়ে বড় ফেবারিট। এরপরই থাকবে অস্ট্রেলিয়া ও ভারত।’