শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিপিএলে দল পেয়ে রোমাঞ্চিত আফিফ

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:০২

স্পোর্টস রিপোর্টার

মূলত ব্যাটসম্যান হলেও ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই বল হাতে সবার নজর কেড়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। তখনই আফিফকে চিনেছিল গোটা বাংলাদেশ। তারপর বিপিএলের আরো দুটি আসর খেলা এই তরুণ এবার সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। গত বুধবার রাতে অনুষ্ঠিত সিপিএলের ড্রাফটে আফিফকে দলে টেনেছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

ড্রাফটে নাম ছিল ১৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম। আফিফ ছাড়া দল পাননি আর কেউ। ১৯ বছর বয়সেই দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজ টি-২০ লিগে খেলার সুযোগ পেলেন এই অলরাউন্ডার। বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে খেলতে যাওয়া সবচেয়ে কম বয়সী বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সিপিএলের সপ্তম আসর। আফিফকে দলে নেওয়ার পর নিজেদের ফেসবুক পাতায় সেই খবর প্রকাশ করেছে সেন্ট কিটস এন্ড নেভিস। এই দলে সতীর্থ হিসেবে আফিফ পাবেন এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট, রায়াদ এমরিট, ইসুরু উদানার মতো ক্রিকেটারকে।

খুলনার এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। সঙ্গে অফস্পিনও করেন। জাতীয় দলের হয়ে একটি টি-২০ ম্যাচও খেলেছেন ২০১৮ সালে। বর্তমানে এইচপি ক্যাম্পে অনুশীলন করছেন আফিফ। সিপিএলে দল বেশ রোমাঞ্চিত তিনি। বুধবার রাতে সিপিএলের ড্রাফটে চোখ ছিল তার নিজেরও।

দেশের বাইরে খেলার সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় গতকাল মিরপুর স্টেডিয়ামে আফিফ বলেছেন, ‘আমি বেশ রোমাঞ্চিত ছিলাম, নিজেও দেখছিলাম নিলামটি। এরপর যখন আমাকে নিয়েছে অনেক ভালো লাগছিল। অনেক রোমাঞ্চিত ছিলাম যে এমন একটি পরিবেশে যাব প্রথমবারের মতো। এর আগে দেশের বাইরে এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা হয়নি। সেই বিষয় নিয়ে অনেক রোমাঞ্চিত ছিলাম। এগুলো নিয়ে চিন্তা করছিলাম, এরপর অনেক পোস্ট দেখছিলাম।’

ক্যারিয়ারের শুরুতেই সিপিএলে সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন আফিফ। তিনি বলেছেন, ‘আসলে এই ব্যাপারটির ক্ষেত্রে আমি অনেক ভাগ্যবান যে এমন অল্প সময়েই আমি একটি ভালো সুযোগ পেয়েছি। এই সুযোগটি আমি চেষ্টা করবো যতোটা সম্ভব কাজে লাগাতে পারি যেন ভবিষ্যতে আমার ভালো হয়।’

বিপিএলে সর্বশেষ আসরে সিলেট সিক্সার্সে খেলেছিলেন আফিফ। ওয়ার্নার- ওয়াকারদের সান্নিধ্যে থেকে ১২ ম্যাচে ২০.৬৬ গড়ে ২৪৮ রান করেছিলেন। স্ট্রাইক রেটও ছিল একশোর বেশি। এখন পর্যন্ত ৩০ টি-২০ তে ৫০৯ রান করেছেন তিনি। আর বল হাতে উইকেট আছে ১৫টি।

এজেন্টের মাধ্যমেই সিপিএলের ড্রাফটে নাম পাঠিয়েছিলেন আফিফ। বিপিএলে খেলার কারণে ক্যারিবিয়ানদের মধ্যে কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার সঙ্গে সখ্যতা আছে। পুরানরাই আফিফকে পরামর্শ দিয়েছিলেন, ‘তারাই বলছিল যে বিপিএলে যদি ভালো খেলো তাহলে তোমার সুযোগ থাকতে পারে।’

বিপিএলে ভালো করার আত্মবিশ্বাস নিয়েই সিপিএলে খেলতে যাবেন আফিফ। এসব টুর্নামেন্টে ভালো করেই জাতীয় দলে খেলার স্বপ্নটা পূরণের পথে এগিয়ে যেতে চান এই তরুণ অলরাউন্ডার। গতকাল বলেছেন, ‘জাতীয় দলে খেলার ইচ্ছা সবারই থাকে। সেরকম ইচ্ছা আমারও আছে। জাতীয় দলে খেলতে সবাই চায়। তবে আমি তেমন কোনো পরিকল্পনা করে কখনোই আগাই না।’