শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেই কার্ডিফে এই বাংলাদেশ

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৩০

দুটো জয়ই ক্রিকেট ইতিহাসকে নাড়া দিয়ে ফেলা জয়।

২০০৫ সালে তখনকার বিশ্বসেরা এবং সর্বকালের অন্যতম সেরা দল অস্ট্রেলিয়াকে এই কার্ডিফে হারিয়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচ ইতিহাসের অংশ হয়ে গেছে। এরপর ২০১৭ সালে পরাক্রমশালী নিউজিল্যান্ডকে এই কার্ডিফেই হারিয়ে বাংলাদেশ উঠেছিলো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। কার্ডিফ মানেই তাই বাংলাদেশের সুখস্মৃতি। সেই কার্ডিফেই আজ পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ট্রফি জয়ের পর বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কারো মধ্যে কোনো সংশয় থাকার কথা না। তবু নিয়ম রক্ষার খাতিরে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে আরো দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে দু’টি ম্যাচই হবে ওয়েলসের কার্ডিফে। আজ রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। একই ভেনুতে পরের ম্যাচটি হবে পরশু মঙ্গলবার বিরাট কোহলির ভারতের বিপক্ষে।  

বিশ্বকাপের মূল আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদেরকে আরেকদফা ঝালিয়ে নেয়ার সুযোগ এসেছে মাশরাফি বাহিনীর সামনে। পুরো দলই এখন কার্ডিফে। আর তাছাড়া প্রতিপক্ষ যেহেতু পাকিস্তান, তাই আত্মবিশ্বাসের পাল্লাটা খানিকটা বাংলাদেশের দিকেই বেশি ঝুঁকে রয়েছে। কারণ এই পাকিস্তানের বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। ১৯৯৯ সালের ৩১ মার্চ ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারে অনুষ্ঠিত ম্যাচে জায়ান্ট পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশের ছেলেরা। মজার তথ্য হচ্ছে, ওই ম্যাচের পর বিশ্বকাপে বাংলাদেশ আর কখনো পাকিস্তানের মুখোমুখি হয়নি। তাই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের শতভাগ জয়ের রেকর্ডটি সঙ্গত কারণেই আজও অক্ষুণ্ন রয়েছে। তবে এবারের বিশ্বকাপের যা ফরমেট তাতে শুধু পাকিস্তানই নয়, অংশগ্রহণকারী সব দলকেই পরস্পরের মুখোমুখি হতে হবে। অবশ্য এবার বাংলাদেশ ও পাকিস্তানের ওই ম্যাচটি হবে একেবারে শেষের দিকে। ৫ জুলাই ক্রিকেটের তীর্থ হিসেবে খ্যাত লর্ডস ময়দানে এই দুই দল শক্তি পরীক্ষায় নামবে।

সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় পাকিস্তানের চেয়ে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দুই দলের সর্বশেষ চার সাক্ষাতে চারটিতেই জয়ী বাংলাদেশ। এছাড়া সর্বশেষ তিন ম্যাচের ওডিআই সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।

কার্ডিফের মাঠে কখনো হারেনি বাংলাদেশ। এই মাঠেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দুই জায়ান্টকে হারিয়েছিল টাইগাররা। ওই দুই ম্যাচে বাংলাদেশের দুই ব্যাটসম্যান তিনটি শতরান উপহার দিয়েছিলেন। সেই হিসাবে কার্ডিফের মাঠ বাংলাদেশের জন্য বেশ পয়মন্তই বলা চলে। প্রস্তুতি ম্যাচে ফলাফল নিজেদের অনুকূলে এলে তা মূল পর্বে টনিকের মতো কাজ করবে, এতে কোনো ভুল নেই।