বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের রেকর্ড মেসির

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৩৩

লিওনেল মেসি গোলসংখ্যা ৩৬

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি টানা তৃতীয় ও ক্যারিয়ারে ষষ্ঠবারের মত ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জিতেছেন। শুক্রবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে তার থেকে তিন গোলে পিছিয়ে লিগ শেষ করলে নিশ্চিত হয় বিষয়টি। 

এসডি এইবারের বিপক্ষে বার্সেলোনার শেষ ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে গোলসংখ্যা ৩৬-এ উন্নীত করেন মেসি। শুক্রবার শেষ ম্যাচের আগে মেসির চেয়ে চার গোলে পিছিয়ে থাকা এমবাপের ক্যারিয়ারে প্রথম ইউরোপিয়ান গোল্ডেন শু জিততে হলে শেষ ম্যাচে পাঁচ গোল করতে হতো। রেইমসের বিপক্ষে এমবাপে করলেন মাত্র একটি। আর তাতেই মেসির গোল্ডেন শু ধরে রাখা নিশ্চিত হয়ে যায়।

এই নিয়ে টানা তৃতীয় বছর এই পুরস্কারটি জিতলেন মেসি। বার্সা অধিনায়কের এই গোল্ডেন শু জয়ের ফলে টানা ১১তম বারের মতো কোনো লা লিগা খেলোয়াড়ের হাতে এই পুরস্কারটি উঠলো। ২০১৩-১৪ মৌসুমে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো সে মৌসুমে ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা লুই সুয়ারেজের সঙ্গে যৌথভাবে এই পুরস্কারটি ভাগাভাগি করেছিলেন।

শেষবার স্প্যানিশ ক্লাবের বাইরে খেলোয়াড় হিসেবে এই পুরস্কারটি জিতেছিলেন রোনালদো। ২০০৭/০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করে এটি জেতেন তিনি। পর্তুগিজ এই তারকা ক্যারিয়ারে মোট চারবার ইউরোপীয় গোল্ডেন শু জিতেছেন।

তবে ক্যারিয়ারের ষষ্ঠ গোল্ডেন শু জয়ের পরেও মেসি জানিয়েছেন যে এটি মোটেও তার চিন্তার বিষয় নয়। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এটা নিয়ে ভাবছি না মোটেও। এই পুরস্কার নিয়ে মোটেও মাথা ঘামাইনি আমি। আমরা এখনো লিভারপুলের কাছে সেই হারটির ব্যথা অনুভব করছি, অন্তত আমি তো বটেই। নিজেকে নিয়ে ভাবছি না আমি।’

দলের অধিনায়কের এমন অর্জনের পর বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিও তাকে অভিনন্দন জানিয়ে নিজের টুইটারে তিনি লেখেন, ‘ইতিহাসের সেরা খেলোয়াড়ের ঝুলিতে আরেকটি গোল্ডেন শু, ষষ্ঠ গোল্ডেন শু!’

মেসিকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে তিনি এটাও জানান যে, তার শ্রেষ্ঠত্বের বিচারে কোনো ব্যক্তিগত পুরস্কারই যথেষ্ট নয়। বার্তোমিওর ভাষায়, ‘কোনো ব্যক্তিগত শিরোপাই তোমার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দানে যথেষ্ট নয়। লিও, তোমাকে অভিনন্দন।’