বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ধোনির উইকেটই টার্নিং পয়েন্ট’

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:১৬

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, প্রথম চল্লিশ মিনিটে ৫ রানে ৩ উইকেট হারানোতেই ম্যাচ হেরে গেছেন তারা। কিন্তু নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলছেন, এরপরও তারা ম্যাচ হারের ভয়ে ছিলেন। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি ম্যাচ বের করে নিয়ে যেতে পারেন, এমন আশঙ্কা ছিল। আর এই ধোনির রান আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড অধিনায়ক বলছেন, ম্যাচটা শেষ দিকে যে কোনো দিকে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে এগোচ্ছিলো। আর সেখানেই ৭২ বলে ৫০ করা ধোনির উইকেট গুরুত্বপূর্ণ ছিল বলে বলছিলেন কেন উইলিয়ামসন, ‘আমরা সবাই জানি, খেলাটা একটু সুতোর ওপর ঝুলছিল। অনেক দিকেই যেতে পারত। কিন্তু রান আউটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। কারণ, আমরা এরকম অবস্থা থেকে ধোনিকে অনেকবার ম্যাচ শেষ করে আসতে দেখেছি।’

উইলিয়ামসন বলছেন, এখানে দুই দলের ব্যাটসম্যানরাই যে ব্যর্থ হয়েছেন, তার কারণ ছিলো। এই উইকেটকে তিনি বলছেন, ব্যাটিং করার জন্য খুব কঠিন একটা উইকেট, ‘এটা খুব কঠিন উইকেট ছিল। ফলে কোনো কিছুই নিশ্চিত না। এরকম একটা অবস্থায় ধোনিকে যে কোনো মূল্যে আউট করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এর আগে জাদেজা যে রকম একটা ডিরেক্ট হিট করেছিল, আমরাও সে রকম একটা করতে পারায় ব্যাপারটা খুব ভালো হয়েছে।’

টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও ধোনিকে আউট করার এই গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলেছেন মার্টিন গাপটিল। উইলিয়ামসন বলছিলেন, গাপটিল বাউন্ডারি লাইন থেকে এরকম কাজ করতে সক্ষম বলেই তারা জানেন, ‘আমি মনে করি, ও হচ্ছে এমন একজন লোক, যার ওপর এরকম কিছু করার জন্য ভরসা করা যায়।’

গাপটিল এবার রান করতে পারছেন না বলে তার বেশ সমালোচনা হচ্ছে। তবে উইলিয়ামসন বলছেন, এই রকমভাবে ফিল্ডিংয়ে অবদান রাখাটাও একটা বড়ো ব্যাপার, ‘ফলে বলা যায়, একজন নানাভাবেই দলের সাফল্যে অবদান রাখতে পারে। আমার মনে হয়, আমরা দেখেছি যে, ফিল্ডিং তালিকায় সে এখনই ওপরের দিকে আছে। আর ঐদিন যে কাজটা করলো, সেটা তো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ।’

গাপটিলের এত বেশি প্রশংসা করার কারণ হলো, উইলিয়ামসন আসলেই ধোনির ক্ষমতাকে ভয় পাচ্ছিলেন। তিনি বলেছেন, অভিজ্ঞতা এই পর্যায়ে বিরাট একটা ব্যাপার, ‘হ্যাঁ এরকম স্তরে এবং এরকম একটা বড়ো মঞ্চে অভিজ্ঞতা বড়ো একটা ব্যাপার। সে কেবল আজ বা কাল পারফরম করেছে, ব্যাপারটা তা নয়। ধোনি বছরের পর বছর ধরে অসাধারণভাবে এই কাজটা করে যাচ্ছে। সে এদিনও জাদেজার সাথে মিলে ভয়ংকর একটা জুটি করেছিলো।’