শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়ানডেতে ফিরলেন বিজয়-তাইজুল

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৩৭

শ্রীলঙ্কা সফর

স্পোর্টস রিপোর্টার

সাকিব আল হাসান, লিটন কুমার দাসের না খেলার বিষয়টি আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। হজ্বব্রত পালনের জন্য সাকিব, বিয়ের কারণে লিটন দাস ছুটি নিয়েছিলেন। তাদের জায়গায় ওয়ানডে দলের বিবেচনায় ছিল কয়েকটি নাম। ওয়ানডে দলে ফেরার দৌড়ে ছিলেন ইমরুল কায়েস, ইয়াসির আলী রাব্বি, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, তাইজুল ইসলামরা।

শেষ পর্যন্ত তালিকার শেষ দুই জনেরই ভাগ্য শিঁকে ছিঁড়েছে। বিবেচনায় থাকলেও ইমরুল, ইয়াসির, অপুদের জায়গা হয়নি ওয়ানডে দলে। গতকাল শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে রাখা হয়েছে বিজয়, তাইজুলকে। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন পেস বোলার আবু জায়েদ রাহী। বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুল সুযোগ পেয়েছেন। তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে খেলেছিলেন তাইজুল।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলেছিলেন বিজয়। তারপর আর দলে সুযোগ পাননি তিনি। গত সপ্তাহে খুলনায় আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে সেঞ্চুরিটা শাপেবর হয়েছে বিজয়ের জন্য। এই সেঞ্চুরির কারণেই ইমরুলের চেয়ে নির্বাচকদের বিবেচনায় এগিয়ে যান ইনফর্ম বিজয়। এছাড়া তামিম ইকবাল, সৌম্য সরকারের বাইরে তৃতীয় ওপেনারটা লিটনের মতোই ডানহাতি কাউকে রাখতে চেয়েছেন নির্বাচকরা। বিজয় এখন আফগানদের বিরুদ্ধে ‘এ’ দলের হয়ে খেলছেন। তাইজুল রয়েছেন ভারতে বিসিবি একাদশের সঙ্গে।

মাশরাফির নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজটা খুব গুরুত্বপূর্ণ বিবেচনায় খুব বেশি পরিবর্তনের পথে হাঁটেননি নির্বাচকরা। গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এটি অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আমাদের জন্য। এখানে আমরা খুব বেশি পরিবর্তন করিনি বিশ্বকাপের থেকে। যেহেতু সাকিব আর লিটন নেই, এই দুইজনের জায়গায় আমরা দুটো খেলোয়াড় নিয়েছি। একজন বাঁহাতি স্পিনার দরকার। তাই তাইজুল যাচ্ছে। যেহেতু ভারতে সে এখন খেলছে, তাই তাইজুলকে আমরা রেখেছি। এর সাথে সাথে বিজয়ও যাচ্ছে। লিটনের বদলি হিসেবে।’

ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতেই ইমরুলকে টপকে বিজয় দলে সুযোগ পেয়েছেন। প্রধান নির্বাচক গতকাল বলেছেন, ‘ইমরুল শেষ কয়েকটি ইনিংসে ভালো করতে পারেনি। বিজয় একটা সেঞ্চুরি করেছে। আর আমরা ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনটা ধরে রাখতে চেয়েছি।’

বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না পেলেও সিরিজ জয়ের আশা নিয়েই শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডে খেলতে যাবে বাংলাদেশ। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ, সব সিরিজই আমরা জয়ের জন্য খেলি। এই সিরিজেও আমরা জয়ের জন্য মাঠে নামব। বিশ্বকাপে আমাদের লক্ষ্য পূরণ হয়নি, তারপরও আমরা কাছাকাছি যেতে পেরেছি। এখন থেকে আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে, র্যাংকিং বিবেচনা করলে প্রত্যেকটা সিরিজই মূল্যবান।’

আগামী ২০ জুলাই কলম্বোগামী বিমানে চড়বে বাংলাদেশ দল। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তারপর ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিনটি ম্যাচই হবে দিবারাত্রির।