শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খেলোয়াড়রাই বানাবে অধিনায়ক গার্দিওলা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৯

ম্যানচেস্টার সিটি খেলোয়াড়দের ওপরই দলের অধিনায়ক নির্বাচনের ভার দিলেন কোচ পেপ গার্দিওলা। দলটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি গেল মৌসুমে সিটিকে ঘরোয়া তিনটি শিরোপাই জিতিয়ে অবসর নিলে পদটি খালি হয়।

এরপর থেকে এখনো ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের স্থায়ী অধিনায়ক কে হবেন এ প্রশ্নের উত্তর মেলেনি। সম্প্রতি চীনে দলটির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ শুরু হয়েছে। গেল বুধবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-১ গোলে জেতা প্রীতি ম্যাচে দলটির অধিনায়ক ছিলেন ডেভিড সিলভা।  স্থায়ী ভিত্তিতেও দলটির অধিনায়ক সিলভাই হবেন কি না এমন এক প্রশ্নের জবাবে গার্দিওলা জানান, খেলোয়াড়রা গ্রীষ্মকালীন ছুটি থেকে ফিরলে তবেই এ নিয়ে সিদ্ধান্ত নেবে দল। স্প্যানিশ কোচের ভাষায়, ‘আমরা যখন একত্রিত হব তখন খেলোয়াড়রাই সিদ্ধান্ত নেবে কে অধিনায়ক হবে। তারা সবাই যখন ফিরে আসবে তখন একটা বৈঠকে বসব আমরা এবং সিদ্ধান্ত নেব কে আমাদের অধিনায়ক হতে যাচ্ছে।’ ডেভিড সিলভা ছাড়াও দলটির অধিনায়ক হবার দৌড়ে বেশ এগিয়ে আছেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। বেলজিয়ান এই খেলোয়াড়টি জানালেন দলের অধিনায়কত্ব পেলে লুফে নেবেন তিনি। তার ভাষায়, ‘যদি দল চায় এবং ক্লাব চায় তবে আমি খুশিমনেই এটা গ্রহণ করব। কিন্তু আমি মনে করি এটা এমন একটা ব্যাপার যা নিয়ে ক্লাব ও দলের সবারই কথা বলা উচিত। সবাই যখন ফেরবে তখনই এ নিয়ে আলোচনায় বসা হবে।’