বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উন্নতিতেই মনোযোগ তাসকিনের

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:১৩

ভাগ্যটা সঙ্গ দিচ্ছে না তাসকিন আহমেদকে।

ইনজুরি কাটিয়ে দুরন্ত ছন্দে ফিরেছিলেন বিপিএলে। স্বপ্ন ছিল নিউজিল্যান্ডে ভালো করে বিশ্বকাপে যাবেন। কিন্তু বিপিএলেই ভূতুড়ে এক ইনজুরি নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে দিল তাকে। এরপর প্রায় ফিট হয়ে উঠলেও বিশ্বকাপের বিমান আর ধরা হয়নি। অবশেষে আবার ফিটনেস ফিরে পেয়ে ‘এ’ দল ও বিসিবি একাদশের হয়ে নিজেকে খানিকটা প্রমাণও করে ফেলেছেন।

শ্রীলঙ্কা সফরের দলেও জায়গা করে নিয়েছিলেন। এবার আবার ফিরেছেন জাতীয় দলের ক্যাম্পে। এখন তাসকিনের মনোযোগ এই ক্যাম্পে নিজের আরো উন্নতি করে মূল দলে জায়গা পাওয়া। ইনজুরি কাটিয়ে অবশেষে আবার ফিরতে পেরেছেন, এতে দারুণ খুশি তাসকিন।

নিজের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে এই ফাস্ট বোলার বলছিলেন, ‘আসলে আমি যে দলে ফিরেছি এটাই অনেক বেশি। ইনজুরিতে ছিলাম, প্রায় দেড় বছর দলের বাইরে ছিলাম। চেষ্টা করেছি নিজেকে ফিট করে তোলার জন্য। আলহামদুলিল্লাহ যে গত সিরিজে সুযোগ পেয়েছি দলে। হয়ত ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে আমি যদি ফিট থাকি এবং নিজেকে ইমপ্রুভ করতে পারি, সবগুলো সেক্টর; বোলিং, ফিল্ডিং, ফিটনেস। তাহলে আশাকরি সামনে অনেক সুযোগ আসবে ইনশাআল্লাহ।’

তাসকিন অবশ্য মনে করেন, এখনই খুশি হওয়ার কিছু ঘটেনি। আরো উন্নতি করে মাঠে পারফরম করতে পারলে তবেই আসল আনন্দের উপলক্ষ্য আসবে, ‘আসলে ভারতে ভালো করেছি, আগের থেকে ফিট হয়েছি। কিন্তু আমি মনে করি উন্নতির জায়গা আরো আছে, বাড়াতে হবে। অবশ্যই পুরস্কার হিসেবে আমাকে দলে নেওয়া হয়েছে। এটাই আমার জন্য বড়ো পাওয়া। সামনেও সুযোগ আসবে বলে আশা করছি। তো আমি আমার নিজের উন্নতির দিকে নজর দিচ্ছি। বাকি সব আল্লাহ্র রহমতে সুযোগ আসলেই হয়ে যাবে।’

তাসকিন এখনই অবশ্য খেলা নিয়েও ভাবছেন না। তার ভাবনায় এখন ক্যাম্প। ক্যাম্পে ফিটনেস কতোটা প্রমাণ করতে পারেন, সেটাই এখন আসল ব্যাপার, ‘আসলে এখন মূল ফোকাস সামনে ক্যাম্পের দিকে। সবকিছুতে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। যদি কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

তাসকিন গত কয়েক বছরে নিজেকে টানা সেভাবে মেলে ধরতে পারেননি। একটা বড়ো সম্ভাবনা ছিল যে, তিনি কোর্টনি ওয়ালশের সঙ্গে কাজ করে নিজেকে আরো ওপরে নিয়ে যাবেন। সেটা না হওয়ায় সবাই বিস্মিত হয়েছেন। ওয়ালশকে নিয়ে বলতে গিয়ে তাসকিন অবশ্য একটু বিমূর্তই থাকার চেষ্টা করলেন, ‘আসলে কোনো সন্দেহ নেই বাংলাদেশে যারা অতীতেও কোচ ছিলেন তারা সবাই হাই প্রোফাইল কোচ ছিল, লিজেন্ডস ছিলেন। আসলে আপস এন ডাউন আসেই দলে, সকলের খেলার পারফর্মেন্সেও। আসলে যেটা হয়ে গেছে সেটা অতীত। সামনের দিনগুলোতেই অনেক ভালো কাটবে বলে আশা করছি। এখন যারা কোচ আছেন তারাও অনেক অভিজ্ঞ এবং অনেক বড়ো বড়ো ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। তার কাছ থেকে আমরা যারা তরুণ ক্রিকেটার আছি অনেক কিছু শেখার চেষ্টা করব।’