বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রিয়ালের শুভ সূচনা

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:১৯

শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে। বাজে প্রাক মৌসুম কাটানোর পর এমন শুভসূচনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির কোচ জিনেদিন জিদান। গ্যারেথ বেল এবং হামেস রদ্রিগেজের দলে থাকার ব্যাপারেও বড়ো ইঙ্গিত দিয়েছেন তিনি।

শনিবার রাতে সেল্টার মাঠের ম্যাচটিতে লুকা মদ্রিচ লালকার্ড দেখলেও করিম বেনজেমা, টনি ক্রুস ও লুকাস ভাসকেজের গোলে সহজ জয়ই পেয়েছে রিয়াল। চোটের কারণে এদিন ছিলেন না দলটির নতুন খেলোয়াড় এডেন হ্যাজার্ড। পুরোনো সেনাদের ওপর ভরসা রাখা জিদান এদিন শুরু থেকে খেলিয়েছিলেন ওয়েলস ফরোয়ার্ড বেলকেও। বেনজেমার গোলটিতে দারুণ কৃতিত্ব ছিল তার।

চলতি দলবদলে বেলের চীনযাত্রার দারুণ গুঞ্জনে সরব ছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে জিদান জানিয়েছেন এখন কেবল মাদ্রিদের ব্যাপারেই ভাবছেন রিয়ালের শেষ চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কুশীলব। জিদানের ভাষায়, ‘আমরা ম্যাচের আগে কমপক্ষে তিনবার বলেছিলাম যে সে থাকছে। গ্যারেথের পারফর্মেন্স আর সবার মতোই অসাধারণ ছিল। সে কেবল চলতি মৌসুম নিয়েই ভাবছে এবং খেলছে।’

জিদান আরো বলেন, ‘কিছুই পালটায়নি। আমরা সবাই এখন মৌসুমটার ব্যাপারে ভাবছি। গ্যারেথ, হামেস এবং অন্য সব খেলোয়াড়ই ক্লাবের জার্সিটার জন্য নিজের সর্বস্ব ঢেলে দেয়।’

হ্যাজার্ডের অনুপস্থিতির পরও দলগত নৈপুণ্যই দলকে জয় এনে দিয়েছে বলে মত জিদানের। ফরাসি কোচের ভাষ্য, ‘এডেনের চোট আমাদের জন্য দুর্ভাগ্য ছিল। তাকে দলে দেখতে ছেয়েছিলাম কিন্তু আমরা তা পারিনি। আর তাই অন্য খেলোয়াড়কে একাদশে রাখতে হয়েছিল। ভিনিসিয়াস এবং গ্যারেথ আক্রমণভাগে করিমেস সঙ্গী ছিল। কিন্তু সবাই ভালো খেলেছে। আজকের ম্যাচটা আমার মতে দারুণ পরিপূর্ণ এক ম্যাচ ছিল। প্রাক মৌসুমে আমরা আলাদাভাবে খেলেছি। কিন্তু আজকে আমাদের সবাই ভালো খেলেছে।’

মদ্রিচের লালকার্ড দেখার পর আক্রমণভাগের খেলোয়াড়দের ওপর রক্ষণের বাড়তি চাপ এসে পড়েছিল। জিদানের মতে, বেল আর ভিনিসিয়াস দারুণভাবেই সেই দায়িত্ব পালন করেছেন, ‘গ্যারেথ আর ভিনিসিয়াসের রক্ষণাত্মক কাজ গুরুত্বপূর্ণ ছিল, বিশেষত ১০ জনের দলে পরিণত হবার পর। রক্ষণে ভালো করাও গুরুত্বপূর্ণ ছিল, কেন না, আমরা জানি বল পায়ে যে কোনো দলের ক্ষতি করার সক্ষমতা আমাদের আছে।’

দলবদলের আর বাকি দুই সপ্তাহ। এখনো পল পগবা কিংবা আয়াক্স মিডফিল্ডার ডনি ফন ডি বিকের কারো রিয়ালে যোগ দেওয়ার জোর গুঞ্জনে মুখরিত স্প্যানিশ সংবাদমাধ্যম। লালকার্ডের কারণে মদ্রিচের অনুপস্থিতি কি দলে একজন বাড়তি মিডফিল্ডারের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কিছুটা ভেবে জিদান বলেন, ‘এখানেও একই কথাই প্রযোজ্য। আমাদের যে খেলোয়াড় আছে তাদের নিয়েই পরবর্তী ম্যাচ জেতার চেষ্টা করবো আমরা।’