মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোহলির কাছে অমূল্য ধোনি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

স্পোর্টস রিপোর্টার

এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত মানুষ মহেন্দ্র সিং ধোনি। একটার পর একটা দলে জায়গা হচ্ছে না সাবেক এই ভারতীয় অধিনায়কের। তিনি যে কোনো সময় অবসর নিতে পারেন বলে গুঞ্জন। আর এই সবকিছুকে উসকে দিয়েছে বিরাট কোহলির একটা টুইট।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ও ধোনির একটা ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, ‘এই খেলাটা আমি কখনো ভুলতে পারব না। এই লোকটা (ধোনি) আমাকে ফিটনেস টেস্টের মতো করে দৌড়াতে বাধ্য করেছিল।’

ব্যাস! এই টুইটের পর লোকেরা মনে করছে, কোহলি এর মাধ্যমে সাবেক অধিনায়কের প্রতি তার বিদায়ী শ্রদ্ধা জানিয়েছেন। দুইয়ে দুইয়ে চার মেলানোর মতো করে অনেকেই ধরে নিয়েছেন জাতীয় দলে ধোনি আর ফিরছেন না। কিন্তু খোদ কোহলি এ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, এই টুইট তিনি কোনো কারণ ছাড়াই করেছেন। আর ধোনি সম্পর্কে বলেছেন, এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যতদিন খেলতে চাইবেন, ততদিন তিনি গুরুত্বপূর্ণ থাকবেন।

কোহলি প্রথমে টুইটের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘আমার মনে বিশেষ কিছুই ছিল না। আমি বাসায় বসেছিলাম। সাধারণভাবেই একটা ফটো পোস্ট করে দিয়েছি। তাতেই একটা সংবাদ হয়ে গেছে। আমার মনে হয়, এটা আমার জন্য একটা শিক্ষা হয়েছে। আমি যেভাবে সবকিছু ভাবি, সারা বিশ্ব সেভাবে ভাবে না। আমার মনে তাকে অবসরের শুভেচ্ছা জানানোর মতো কিছুই কাজ করেনি। আমি কি সেরকম কিছু লিখেছি?’

কোহলি বলছিলেন, ঐ খেলাটা এমন ছিল যে, ওটা তার প্রায়শ মনে পড়ে। এদিনও সেরকম মনে পড়ায় টুইট করেছেন, ‘আমি ঐ খেলাটা এখনো মনে করতে পারি; প্রায়শ মনে করি। আমি এর আগে ঐ খেলাটা নিয়ে কথা বলিনি। তাই ছবিটা পোস্ট করলাম। এখন লোকেরা এটা ভিন্ন পথে তাদের মতো করে ব্যাখ্যা করছে। এর একটু অংশও সত্যি না।’

কোহলি বলছিলেন, ধোনিকে দলে না রাখার কারণ হচ্ছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছু নতুন মুখ যাচাই করে দেখতে চান। তিনি বলছিলেন, এটা ধোনি আনন্দের সাথেই মেনে নিয়েছেন। কারণ, ভারতের ক্রিকেটের জন্যই এটা দরকার। কিন্তু বিশ্বকাপের মূল পরিকল্পনায় ধোনি আছেন, এটা জানিয়ে দিয়েছেন কোহলি, ‘অভিজ্ঞতা সবসময়ই গুরুত্বপূর্ণ। তাতে আপনি পছন্দ করেন আর নাই করেন। অনেক সময় লোকেরা অনেক খেলোয়াড়ের ওপর থেকে আশা তুলে নিয়েছে এবং সেই খেলোয়াড় লোকদের ভুল প্রমাণ করে ঘুরে দাঁড়িয়েছে। তার (ধোনির) সবচেয়ে বড়ো ব্যাপার হলো, সে ভারতীয় ক্রিকেটের উন্নতি নিয়ে ভাবে সবসময়। আর আমরা যখনই যেটা চিন্তা করি, আমরা একসাথে সেটা নিয়ে কথা বলি। তার সাথে এই বোঝাপড়াটা আমার আছে। সে সবসময়ই এমন একজন লোক ছিল যে কি না তরুণদের গড়ে তুলতে সহায়তা করেছে এবং তাদের সুযোগ দিয়েছে। এখনো সে একইরকম আছে।’

সবশেষে দলে ধোনির গুরুত্ব বোঝাতে কোহলি বলেছেন, ‘সে কখন খেলা বন্ধ করবে, এটা তার একান্তই নিজের ব্যাপার। এ ব্যাপারে আর কারও কিছু বলার আছে বলে আমি মনে করি না। আর তাকে যতক্ষণ পাওয়া যাবে, সে আমাদের দলের জন্য খুব, খুব মূল্যবান খেলোয়াড়।’