শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনার ছেলে রোমান সানা ফিরছেন আজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ আর্চারিতে ইতিহাস সৃষ্টি করা বাংলার আর্চার রোমান সানা আজ দুপুরে দেশে ফিরছেন। ইতিহাসে নিজেদের সেরা সাফল্যের মালা গলায় ঢাকায় নামবেন রোমান সানা এবং পুরো আর্চারি দলটা। গৌরবময় সাফল্য তুলে আনায় তাদের জন্য আর্চারি ফেডারেশন কর্মকর্তারা বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। জার্মান কোচ ফ্রেডরিখ মার্টিনের শীর্ষ তিনটি পদকজয়ী দলকে আজ বিমানবন্দর থেকেই বরণ করে নেবে বলে জানিয়েছে আর্চারি ফেডারেশন ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক লিমিটেড।

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে সদ্যসমাপ্ত এশিয়া কাপ আর্চারির তৃতীয় পর্বে পুরুষ রিকার্ভের ফাইনালে শি ঝেংকিকে হারিয়ে স্বর্ণ জেতেন সানা। আর্চারির এশীয় শ্রেষ্ঠত্বের আসরে অবশ্য এটি তার প্রথম সোনা নয়। ২০১৪ সালের সে আসরের নাম ছিল এশিয়ান গ্র্যান্ড প্রিক্স আর্চারি। নাম বদলে এশিয়া কাপ র্যাংকিং আর্চারি হবার পর এটিই তার প্রথম স্বর্ণ। এশিয়া কাপের পুরুষ দলগত রিকার্ভে বাংলাদেশ রৌপ্য জয় করে, যেটি দলগত ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য। চলতি বছর থাইল্যান্ডে দলগত ইভেন্টে ব্রোঞ্জ জয়ই ছিল আগের সেরা সাফল্য। মিশ্র ইভেন্টেও হতাশ করেনি রুমান সানা-বিউটি রায় জুটি। মিশ্র রিকার্ভের ব্রোঞ্জ ফাইনালে চীনা তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ জয় করে বাংলাদেশ। একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতে দারুণ সফল এক টুর্নামেন্টই শেষ করেছে বাংলাদেশ।