বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পারফরম্যান্স দিয়েই জবাব নেইমারের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

স্পোর্টস ডেস্ক

গেল দলবদল মৌসুমে জোর গুঞ্জন ছিলো নেইমারের পিএসজি ছাড়ার। কোপা আমেরিকার আগেই পাওয়া চোট তাকে মাঠের বাইরেও রেখেছিলো বেশ কিছুদিন। সেই নেইমার গত শনিবার রাতে দলে ফিরলেন। হজম করলেন দর্শক দুয়ো। শেষমেশ তার দুর্দান্ত বাইসাইকেল গোল থেকেই স্ত্রাসবুর্গকে হারায় পিএসজি।

শনিবার রাতের এই ম্যাচটিতে পিএসজির আধিপত্য থাকলেও স্ত্রাসবুর্গের জমাট রক্ষণ শিরোপাধারী দলটিকে গোলবঞ্চিত রেখেছিলো শেষ মিনিট পর্যন্ত। তবে অন্তিম মুহূর্তে ২৭ বছর বয়সি ব্রাজিল ফরোয়ার্ডের দুরন্তপনায় জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ থমাস টুখেলের দল।

পাঁড় সমর্থকগোষ্ঠি ‘পিএসজি আল্ট্রা’দের নেইমারকে উদ্দেশ্য করে দুয়োভরা প্ল্যাকার্ড পিএসজির আগের ম্যাচগুলোতেও দেখা গিয়েছিলো। ব্রাজিলীয় তারকার ফেরার দিনে সেটা পেয়েছিল বাড়তি মাত্রা। সব দুয়োর জবাব পারফরমেন্স দিয়েই দিলেন নেইমার।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বিশ্বের সবচাইতে দামি এই ফুটবলার জানালেন, নিকট ভবিষ্যতে সব ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলার মানসিকতা নিয়েই নামবেন তিনি। নেইমারের ভাষায়: ‘এমনটা আমার সঙ্গে প্রথমবারের মতো হচ্ছে না। এটা দুঃখজনক কিন্তু আমি জানি যে, এখন থেকে আমার প্রত্যেকটা ম্যাচই একেকটা অ্যাওয়ে ম্যাচ। আমি আগেই পরিষ্কার বলে দিয়েছি যে, সমর্থকদের বিরোধিতা করার কিছুই নেই আমার, পিএসজির বিরুদ্ধেও নই আমি। ’

২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড গেল দলবদলেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন। তাকে দলে পেতে আগ্রহী ছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো ক্লাব। কিন্তু শেষমেশ আর ক্লাব ছাড়া হয়নি তার। সে অধ্যায়কে পেছনে ফেলে পিএসজিতেই মনোযোগ দিতে চান নেইমার। তিনি বলেন, ‘সবাই জানে যে আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম। কি হয়েছিল তা বিস্তারিত বলতে পারব না আমি। এখন সময় পাতাটা উলটে ফেলার। আজ আমি পিএসজির একজন খেলোয়াড় এবং দলটির জন্য সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়ব আমি।’ তবে এমন পারফরম্যান্সের পরের ম্যাচেই নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না নেইমার। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তার দল। গেল মৌসুমে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।