শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ফাইনাল ম্যাচটি খারাপ হয়ে গেছে’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

যুব এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

একের পর এক তীরে এসে তরী ডোবানোর গল্প যুক্ত হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। সিনিয়রদের মতো যুব দলও ফাইনালের চৌকাঠ পার হতে গিয়ে ব্যর্থতার হতাশায় পুড়ছে। ট্রফির নাগাল পাচ্ছে না। সুযোগ তৈরি করেও ট্রফি ঘরে তুলতে পারছে না।

গত কয়েক বছরে বাংলাদেশের ট্রফির স্বপ্ন বারবার বিলীন হয়েছে ভারতের কারণে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেই মানসিকভাবে চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশ। ২০১৬ টি-২০ বিশ্বকাপ, ২০১৮ এশিয়া কাপে ফাইনালে ভারতের কাছে হেরেছেন মাশরাফিরা। গত শনিবার এসিসি যুব এশিয়া কাপের ফাইনালে ভারত বাধার সামনে থমকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ট্রফির মিশন। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলা দলটা ফাইনালেও বল হাতে ছিল দুর্দান্ত। কিন্তু ব্যাটিংয়ে নজিরবিহীন ব্যর্থতায় বাস্তবে রুপ পায়নি ট্রফির স্বপ্ন।

কলম্বোর প্রেমাদাসায় গত শনিবার ফাইনালে ভারতের কাছে পাঁচ রানে হেরেছে বাংলাদেশ যুব দল। অথচ বল হাতে ভারতকে ১০৬ রানে গুটিয়ে দিয়েছিল টাইগার জুনিয়ররা। কিন্তু টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ১০১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা। গত মাসে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ভারতীয় যুবাদের কাছে হেরেছিল আকবর আলী দল।

স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুপুরে ঢাকায় পৌঁছে দলের অলরাউন্ডার শামীম হোসেন বলেছেন, দুর্ভাগ্য তাড়া করছে বাংলাদেশ দলকে। ফাইনালে ভারতের সামনে মানসিক বাধার গন্ডি পার হতে পারছে না বাংলাদেশ।

ফাইনালে আট রানে তিন উইকেট নেওয়া শামীম বলেছেন, শুধু ফাইনাল ম্যাচটাই খারাপ হয়ে গেছে। ভারতের কাছে বারবার হারটা দলের মধ্যেই লজ্জার কারণ হয়ে গেছে এখন।

ফাইনালের চাপ ও ভারতের বিপক্ষে মানসিকভাবে দুর্বল থাকে বাংলাদেশ। গতকাল শামীম বলেছেন, ‘এটা তো অবশ্যই। হয়তো সাইকোলজিক্যাল কিছু একটা কাজ করে ঐ সময়।’

নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ম্যাচ জয়ের আশা ছাড়েনি বাংলাদেশ। গতকাল শামীম বলেছেন, ‘তারপর তো মনে হয়েছে আমরা ভালো কিছু করতে পারব। আমরা ম্যাচটা ফিনিশিং করতে পারব। কিন্তু আসলে এটা আর হয় না।’ গোটা টুর্নামেন্টে ভালো খেললেও ফাইনালে লেজেগোবরে ব্যাটিং করেছে বাংলাদেশ যুব দল। শামীম গতকাল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে সবার পারফরম্যান্সই ভালো। সবকিছুই ভালো। শুধু ফাইনাল ম্যাচটি খারাপ হয়ে গেছে আমাদের সবার।’

মাত্র পাঁচ রানের হার বলেই কিনা, নিজেদেরকে দুর্ভাগা মানছে বাংলাদেশ যুব দল। গতকাল শামীম বলেছেন, ‘আপনি যদি আগের সিরিজগুলো দেখেন, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সবকিছুতেই আমাদের উন্নতি হচ্ছে। এশিয়া কাপে আমরা ভালোই খেলেছি। খারাপ যে খেলেছি তা না। ম্যাচটি দুর্ভাগ্যবশত হেরে গিয়েছি। কিছু করার নেই।’

প্রতিপক্ষ হিসেবে ভারতকে এগিয়ে রাখছেন শামীম। দল হিসেবেও ভারত শক্তিশালী বলে মনে করেন তিনি। মানসিকভাবে এগিয়ে ভারতীয়রা। শামীম গতকাল বলেছেন, ‘আমাদের সঙ্গে খেলা হলেই কেন এমন হবে। ভারতের সঙ্গে খেলা হলেই দুইটা-একটা বাজে আউট দিয়ে খেলাটা ফিনিশ হয়ে যায়। ভারত ভালো দল। সব দিক থেকেই ওরা ভালো দল।’