শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশে ফিরলেন রোমান সানারা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

স্পোর্টস রিপোর্টার

স্বপ্নীল এক এশিয়া কাপ আর্চারি শেষ করে বাংলাদেশ দল গতকাল ঢাকায় ফিরেছে। অংশগ্রহণ করা চারটি ইভেন্টের তিনটিতেই পদক জেতা রুমান সানাদের বরণ করে নিতে গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ছুটে গিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আর্চারি ফেডারেশন ও পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের কর্মকর্তারা।

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে সদ্যসমাপ্ত এশিয়া কাপের আগে তিরন্দাজির এশীয় শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের সেরা অর্জন ছিল দুটি পদক। চলতি বছরেই থাইল্যান্ডে দলগত ব্রোঞ্জ এবং ব্যক্তিগত রিকার্ভ বিভাগে রুপা জিতেছিলেন রুমান সানা। ফিলিপাইনে এবার সেটাকে ছাপিয়ে গেছে আর্চারি দল। ব্যক্তিগত রিকার্ভে সানার স্বর্ণজয়, এরপর দলগত রিকার্ভে রুপা এবং মিশ্র রিকার্ভে ব্রোঞ্জ জয় করে কোচ মার্টিন ফ্রেডেরিখের শিষ্যরা। এমন সাফল্য অর্জনের পর গতকাল সোমবার দেশে ফেরে বাংলাদেশ দল।