শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজ জাপানের বিপক্ষে ভুল শোধরাতে চায় বাংলাদেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী দল এএফপিস অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার জাপানের বিপক্ষে খেলবে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বেশ কিছু ভুলের মাশুল দিয়ে হেরেছিল বাংলাদেশ। তাই আজ জাপানের বিপক্ষে ভুল শোধরানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গেল রবিবার থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে প্রতিযোগিতার ‘এ’ গ্রুপের ম্যাচে বেশ সহজ কিছু সুযোগ নষ্ট করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে বক্সের একটু বাইরে দিয়ে বসা ফ্রিকিক থেকে গোল হজম করলে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ছোটনের শিষ্যরা জাপানের বিপক্ষে আইপিই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলা শুরু করবে। প্রথম ম্যাচের ভুলগুলো প্রসঙ্গে কোচ ছোটন বলেন, ‘থাইল্যান্ড ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, আগামী কালকের (আজ) ম্যাচে একই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সে চেষ্টাই আমরা করব। এটা অনেক বড়ো প্রতিযোগিতা এবং আমাদের মেয়েরা ক্রমাগত উন্নতি করছে।’

জাপানের বিপক্ষে ২০১৭ সালের এএফসি চ্যাম্পিয়নশিপেও খেলেছিল বাংলাদেশ। সেটিও ছিল প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই। সেবার প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৯ গোলের হারের পর জাপানের বিপক্ষে হজম করেছিল ৩ গোল। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

শেষবার টুর্নামেন্টে সব কটি ম্যাচ হেরে বিদায় নেওয়ার পর দুই বছরে নিয়মিত ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছে দলটি। যেটা এবার ভিন্ন কিছুরই স্বপ্ন দেখাচ্ছে কোচকে। তিনি বলেন, ‘দুই বছর আগে দলটার তেমন অভিজ্ঞতা ছিল না। কেননা, আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতাম না। কিন্তু এবার এএফসি আর সাফের প্রতিযোগিতা মিলিয়ে তাদের সেই অভিজ্ঞতাটা তৈরি হয়েছে।’