মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৯ ম্যাচ পর বরিশালের জয়

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২০:১১

জাতীয় ক্রিকেটে লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই ড্র হয়েছে। তবে এদিন ১৯ ম্যাচ পর এনসিএলে জয়ের স্বাদ পেয়েছে বরিশাল বিভাগ। শেষ তিন মৌসুমে কোনো জয় পায়নি দলটি। সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে দুই ম্যাচ জিতে প্রথম স্তরে উঠে এসেছিল বরিশাল। দ্বিতীয় স্তরের ম্যাচে গতকাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল ইনিংস ও ১৩ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম-ঢাকা মেট্রোর ম্যাচটি ড্র হয়েছে।

প্রথম স্তরের ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-রংপুর বিভাগের ড্র ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ইমরুল কায়েস। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেছেন ইমরুল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা-রাজশাহী বিভাগের ম্যাচও ড্র হয়েছে।

দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীতে গতকাল সিলেট ১০৫ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারিয়েছে। ১৩২ রানে গুটিয়ে যায় সিলেটের দ্বিতীয় ইনিংস। একপ্রান্ত আগলে জাকের আলী অনিক ৪৫ রানে অপরাজিত ছিলেন। ইমতিয়াজ হোসেন ৩৫, অলক কাপালি ১৬ রান করেন। বরিশালের তানভির ইসলাম ৪টি, মনির হোসেন ৩টি, নুরুজ্জামান ২টি করে উইকেট পান। প্রথম ইনিংসে ২৪ রানে ৬ উইকেট পাওয়া কামরুল ইসলাম রাব্বি ম্যাচ সেরা হন।

মিরপুরে গতকাল ৫ রানে শেষ ৩ উইকেট হারায় ঢাকা মেট্রো। ৩৫৪ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। পরে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ৫ উইকেট ২২৭ রান তুলতেই দুই দল ম্যাচ ড্র মেনে নেয়। মাসুম খান অপরাজিত ৬১, তাসামুল ৫৩, পিনাক ৫৭, তামিম ৪৮ রান করেন। ২৫ রানে ৩ উইকেট পাওয়া ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচ সেরা হন।

খুলনায় গতকাল আরো ৬ উইকেট হারিয়ে ২৬২ রান যোগ করে স্বাগতিকরা। ইমরুলের ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ৩১১ বলে ডাবল পূর্ণ করেন ইমরুল। নবম উইকেটে রুবেলের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন তিনি। ৩১৯ বলে ২০২ রান করে (১৯ চার, ৬ ছয়) অপরাজিত ছিলেন তিনি। পরে রংপুর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৩৩ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দুদল। ইমরুল ম্যাচ সেরা হন।

ফতুল্লায় ঢাকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। তাইবুর রহমান ৮৮ রান করেন। রাজশাহীর তাইজুল ১০৫ রানে ৫ উইকেট নেন। পরে দ্বিতীয় ইনিংসে রাজশাহী ৫ উইকেটে ১০৬ রান তুলতেই দুই দল ড্র মেনে নেয়। তাইবুর রহমান ম্যাচ সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

n চট্টগ্রাম-ঢাকা মেট্রো

চট্টগ্রাম :২৯০ ও ৭৬ ওভারে ২২৭/৫ (মাসুম খান ৬১*, পিনাক ৫৭, তাসামুল ৫৩, তামিম ৪৬, সাদিকুর ১*; মাহমুদউল্লাহ ৩/২৫, আল-আমিন জুনিয়র ১/৩৯, আরাফাত সানি ১/৭৪)

ঢাকা মেট্রো :১২৬.৪ ওভারে ৩৫৪ (জাবিদ হাসান ৮৫, শহীদুল ইসলাম ৮৩; মিনহাজুল আফ্রিদি ৩/১০৩, মেহেদী হাসান ২/৬০, নোমান চৌধুরী ২/৭১, মাসুম খান ১/৩৮, রনি চৌধুরী ১/৬২)

ফল :ম্যাচ ড্র

ম্যাচ সেরা : মাহমুদউল্লাহ রিয়াদ (ঢাকা মেট্রো)

n ঢাকা-রাজশাহী বিভাগ

ঢাকা :২৪০ ও ৯৯.২ ওভারে ২৫৪ (তাইবুর রহমান ৮৮, সুমন খান ৯, নাজমুল অপু ৮, শাহাদাত ৮; তাইজুল ৫/১০৫, ফরহাদ রেজা ৩/৪১)

রাজশাহী :১৯৭ ও ৬৪ ওভারে ১০৬/৫ (জহুরুল ৪০*, মুশফিক ২১, অভিষেক মিত্র ১৯, জুনায়েদ ১১; সুমন খান ২/২১, শুভাগত ২/২৪, শাহাদাত ১/২৩)

ফল :ম্যাচ ড্র

ম্যাচ সেরা : তাইবুর রহমান (ঢাকা)

 

n বরিশাল-সিলেট বিভাগ

সিলেট :৮৬ ও ৬৩.৫ ওভারে ১৩২ (জাকের আলী অনিক ৪৫*, ইমতিয়াজ হোসেন ৩৫, অলক কাপালি ১৬, জাকির হাসান ১১, এনামুল জুনিয়র ১১, রাহাতুল ফেরদৌস ১১; তানভির ইসলাম ৪/২৯, মনির হোসেন ৩/২১, নুরুজ্জামান ২/৩২, তৌহিদুল ইসলাম ১/১৩)

বরিশাল :২৩১/৮ ডিক্লেয়ার

ফল :বরিশাল ইনিংস ও ১৩ রানে জয়ী

ম্যাচ সেরা :কামরুল ইসলাম রাব্বি (বরিশাল)

 

n রংপুর-খুলনা

রংপুর :২২৭ ও ৯ ওভারে ৩৩/১ (নাসির ২৩*, মাহমুদুল হাসান ১*, মাইশুকুর ৭; আল-আমিন হোসেন ১/১০)

খুলনা :১৩৮.৩ ওভারে ৪৫৪/৯ ডিক্লেয়ার (ইমরুল কায়েস ২০২, সৌম্য ৩৬, মইনুল ১৭; সোহরাওয়ার্দী শুভ ৩/৭৪, রবিউল হক ২/৬৬, শুভাশীষ ১/৪৪, আলাউদ্দিন বাবু ১/৭৫, তানবির হায়দার ১/৩৩, মাহমুদুল হাসান ১/৭২)

ফল :ম্যাচ ড্র

ম্যাচ সেরা :ইমরুল কায়েস (খুলনা)