মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিবরাই সিপিএলের চ্যাম্পিয়ন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২০:১৩

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের সেরার মুকুট জিতল সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইটেন্টস। ফাইনাল ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে তারা হারায় ২৭ রানে।

গতকাল ভোরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭১ রান করেছিল জেসন হোল্ডারের দল বার্বাডোজ। জবাবে ৯ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি গায়ানা। ২৭ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন জোনাথান কার্টার। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

ফাইনালে সাকিব নিষ্প্রভ ছিলেন। প্রথমে ব্যাট হাতে ১৫ রান করলেও বোলিংয়ে ছিলেন উইকেটশূন্য। টি-টোয়েন্টি ও টেস্টে বাংলাদেশের অধিনায়ক সাকিব পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ৫ রান। ১৭তম ওভারে বোলিংয়ে ফিরে খরচ করেন ১৩ রান। চার ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে বার্বাডোজের সেরা বোলার রেমন্ড রেইফার।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিপিএলে চ্যাম্পিয়ন হলো বার্বাডোজ ট্রাইটেন্টস। দ্বিতীয়বারের মতো সিপিএলে শিরোপার স্বাদ পেলেন সাকিবও। এর আগে ২০১৬ সালের আসরে এই গায়ানাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস।