শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ফিফা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:৩১

সাম্প্রতিক সময়ে এসে ফুটবলে বর্ণবাদের আঘাত বেড়েছে। বিশেষত ইউরোপীয় অঞ্চলে দুদিন পরপরই শিরোনাম হচ্ছে খেলোয়াড়-দর্শকদের বর্ণবাদী আচরণ। এমন ঘৃণ্য পরিস্থিতি থেকে ফুটবলকে বাঁচাতে বর্ণবাদের বিপক্ষে সোচ্চার হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল সংবাদ সম্মেলনে বর্ণবাদ ঠেকাতে বেশ কিছু প্রস্তাবও তুলে ধরেন তিনি।

এদিকে কাতারে সদ্যসমাপ্ত অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দর্শকহীনতার ফলে কাতারে ২০২২ বিশ্বকাপ নিয়ে শঙ্কায় নেই ফিফা, এমনটাও জানিয়েছেন ফিফা প্রধান। পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে স্মরণকালের শ্রেষ্ঠ বিশ্বকাপ উপহার দেবে মধ্যপ্রাচ্যের দেশটি, এমন আশাও করছেন ইনফান্তিনো।

চলতি মৌসুমে ইউরোপীয় লিগে বেশ বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন খেলোয়াড়রা। গেল সেপ্টেম্বরে ক্যালিয়ারির বিপক্ষে প্রতিপক্ষ সমর্থকদের বর্ণবাদের শিকার হয়েছিলেন রোমেলু লুকাকু। এর আগে রাশিয়ান লিগে নিজ দলের সমর্থকদেরই বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন জেনিথ সেইন্ট পিটার্সবার্গ খেলোয়াড় ম্যালকম অলিভিয়েরা। এরপর গেল মাসে একই কারণে আটলান্টা ও ফিওরেন্তিনার মধ্যকার লিগ ম্যাচ কিছুক্ষণের জন্যে বন্ধও রাখতে হয়েছিল।

এমন আচরণের বিরুদ্ধে আগেও কথা বলেছিলেন ইনফান্তিনো। গতকাল বৃহস্পতিবার আবারও এ ব্যাপারে উচ্চকণ্ঠ হন ইনফান্তিনো। তিনি বলেন, ‘ফুটবলে বর্ণবাদের কোনো জায়গা নেই। ফিফায় আমরা বিরুদ্ধে তিন পদক্ষেপের একটা প্রস্তাব দিয়েছি। যাতে রেফারি বর্ণবাদের কারণে খেলা থামিয়ে দিতে পারবেন। যদি এটা চলতেই থাকে তাহলে খেলা পরিত্যক্তও ঘোষণা করার ক্ষমতা তাদের দিতে হবে। আর ইউরোপে বর্ণবাদী আচরণ করাদের আলাদা করাটা খুবই সহজ কাজ। তাদের আজীবন নিষিদ্ধ করে কঠোর বার্তা দিতে হবে।’

কাতার বিশ্বকাপ নিয়ে ইনফান্তিনো জানান, ভিন্ন সময়ে হওয়া আর ফুটবলের নিজস্ব আবেদনের কারণেই আসছে বিশ্বকাপে দর্শকহীনতায় ভুগবে না স্টেডিয়ামগুলো, ‘বিশ্বকাপটা মূলত হবে নভেম্বর-ডিসেম্বরে যখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। আর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল গত মাসে। দুটো সম্পূর্ণ আলাদা সময়ে হবে। আর ফুটবল বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্টই নয়, বিশ্বের সবচেয়ে বড়ো সামাজিক উত্সবও বটে। আর তাই সেখানকার দর্শকহীনতা নিয়ে চিন্তিত নই আমরা।’

ফিফা প্রধান আরো যোগ করেন, ‘বরং এবারের আসর ভিন্ন সময়ে হওয়ায় খেলোয়াড়রা দীর্ঘ লিগ মৌসুম শেষে ক্লান্ত থাকবে না। আমার তো মনে হচ্ছে স্মরণকালের সেরা বিশ্বকাপটাই অপেক্ষা করছে আমাদের জন্যে!’