বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু আজ

উদ্বোধনী দিনেই মুখোমুখি দুই চ্যাম্পিয়ন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

প্রথম দুইবারের চ্যাম্পিয়ন স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও মালদ্বীপের টিসি স্পোর্টসের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর। চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জামাল ভুঁইয়া উদ্বোধনী ম্যাচে নামার আগে জানালেন, শিরোপা পুনরুদ্ধারই লক্ষ্য তার দলের। 

চট্টগ্রাম আবাহনীর আয়োজন ও সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে শুরুতে খেলার কথা ছিল তিনটি বাংলাদেশি দলের। কিন্তু চলতি দলবদলে বেশ কিছু খেলোয়াড় ক্লাব ছেড়ে যাওয়ায় শক্তি কমে যাওয়া এবং প্রস্তুতির অভাবে ঢাকা আবাহনী নিজেদের সরিয়ে নেয়। তাতে সংখ্যাটা নেমে আসে দুইয়ে।

আয়োজকরা এই ক্লাবটির বদলে শেষ মুহূর্তে আমন্ত্রণ  জানিয়েছে গোকুলাম কেরালাকে। এএফসির ছাড়পত্রের অপেক্ষায় থাকা দলটির ব্যাপারে যদিও চূড়ান্ত ঘোষণা মেলেনি এখনো, তবুও ২১ তারিখের ম্যাচটির আগেই ব্যাপারটি চূড়ান্তভাবে জানাতে পারবে বলে আশাবাদ কর্তৃপক্ষের।

প্রতিযোগিতার প্রথম আসরের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে শিরোপা জিতেছিল আয়োজক চট্টগ্রাম আবাহনী। তবে দ্বিতীয় আসরে ছন্দপতন ঘটে দলটির। বিদায় নেয় প্রথম রাউন্ড থেকেই। এবার দলে বিদেশি খেলোয়াড় ছয় জন। এর মধ্যে দিদিয়ের আর পিটারের আছে ইউরোপা লিগ খেলার অভিজ্ঞতাও। আমন্ত্রণমূলক টুর্নামেন্টটির জন্যে জাতীয় দল অধিনায়ক জামাল ভুঁইয়াকেও দলে এনেছে তারা। এমন দল নিয়ে শিরোপা পুনরুদ্ধারকেই লক্ষ্য স্থির করেছেন কোচ মারুফুল হক।

উয়েফা লাইসেন্সধারী এই কোচ গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলেন, ‘টুর্নামেন্টের জন্য তিন সপ্তাহের মতো অনুশীলন করেছি আমরা। ছয় জন জাতীয় দলের খেলোয়াড় গতকাল (বৃহস্পতিবার) যোগ দিয়েছে। শিরোপা আমাদের প্রধান লক্ষ্য হলেও তার জন্যে আগে সেমিফাইনাল খেলতে হবে। আপাতত সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।’

 অধিনায়ক জামালও জানালেন প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান।

প্রতিপক্ষ টিসি স্পোর্টস প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষ সম্পর্কে কোচ মারুফুলের মূল্যায়ন, ‘টিসির পাঁচটা ম্যাচ দেখেছি। পাঁচ জন বিদেশি খেলোয়াড় আছে দলটিতে। ওরা বেশ ভালো দল?’

এদিকে টিসি স্পোর্টসের শিরোপাজয়ী দলটি থেকে এবারের দলের পার্থক্য বেশ। গেলবার যেমন বিদেশিদের আধিক্য ছিল দলে, এবার সেখানে বিদেশি খেলোয়াড় মোটে এক জন। তারপরও  দলের কোচ আফিয়া হামিদ জানালেন আবারও চ্যাম্পিয়ন হতেই বাংলাদেশে এসেছে তার দল।

টিসি স্পোর্টস কোচের ভাষ্য, ‘এখানে চ্যাম্পিয়ন হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই এসেছি আমরা। শিরোপা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য। তবে এটা আমাদের ওপর কোনো চাপ সৃষ্টি করছে না মোটেও।’ প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী সম্পর্কে তিনি বলেন, ‘ঘরের মাঠের সমর্থনটা তাদের পক্ষে। তবে আমরা সামর্থ্যের শেষবিন্দু দিয়ে চেষ্টা করব?’

 গেল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এসেই লিগ ও স্বাধীনতা কাপ জেতা বসুন্ধরা কিংস এবারই প্রথম টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে। কোচ অস্কার ব্রুজন জানালেন, শিরোপার জন্যেই মাঠে নামবে তার দল। স্প্যানিশ এই কোচ বলেন, ‘প্রাক মৌসুম প্রীতি টুর্নামেন্ট নয়, এখানে আর সব ম্যাচের মতোই গাম্ভীর্যপূর্ণ  ফুটবল খেলতে চাই। শিরোপা ছাড়া আর কিছুই ভাবছি না আমরা।’ 

চট্টগ্রাম আবাহনীর সূচি

তারিখ                                                        প্রতিপক্ষ

১৯ অক্টোবর                                          টিসি স্পোর্টস

২২ অক্টোবর                                       ইয়াং এলিফেন্ট

২৪ অক্টোবর                                           মোহনবাগান

বসুন্ধরার সূচি

২১ অক্টোবর                 গোকুলাম কেরালা* (চূড়ান্ত নয়)

২৩ অক্টোবর                                  চেন্নাই সিটি এফসি

২৫ অক্টোবর                                টেরেঙ্গানু এফসি