শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিজেদের সক্রিয়তার দাবি কোয়াবের

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:১৭

স্পোর্টস রিপোর্টার

গতকাল শুরু হওয়া জাতীয় ক্রিকেটারদের আন্দোলনে সবচেয়ে মজার ব্যাপার ছিল, কোনো একক ক্রিকেটার সব দাবি তুলে ধরেননি। একে একে অনেকে দাবি তুলেছেন। প্রথম দাবিটাই ছিল নাঈম ইসলামের কণ্ঠে—ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সকলকে পুনর্গঠিত করতে হবে। এই দাবিতে ক্রিকেটাররা জানান, কোয়াবের কোনো কার্যক্রম ক্রিকেটারদের মতামত নিয়ে করা হয় না।

ক্রিকেটারদের এই দাবির সাথে ভিন্নমত পোষণ করলেন সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বললেন, ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে তারা সবসময়ই কাজ করছেন। আর গতকাল ক্রিকেটাররা যেসব দাবি উত্থাপন করেছেন, সেগুলোকে যুক্তি সঙ্গত বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা গত পরশুও এসব দাবির অনেকগুলো নিয়ে বোর্ডের সাথে বৈঠক করেছি। আমরা বিপিএল ও ঢাকা লিগ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখানে ক্রিকেটাররা যেসব দাবি করেছেন, তার সবগুলোই যুক্তিসঙ্গত।’

কোয়াব নিয়ে নিজেদের অভিযোগের কথা বলতে গিয়ে নাঈম ইসলাম বলছিলেন, ‘আমাদের ক্রিকেটাররা প্রাপ্য সম্মান পায় না। কোয়াবের বর্তমান কোনো কার্যক্রম আমাদের ক্রিকেটারদের সমর্থনে করা হয় না। আমাদের পক্ষে তাদের আমরা কখনোই পাইনি। আমাদের পথম দাবি কোয়াবের সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা আছেন তাদের পদত্যাগ শিগগিরই করতে হবে। ক্রিকেটাররা নির্বাচন করবে কোয়াবের কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে। একটা নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি বানাব।’

কোয়াবের বর্তমান কমিটির যে পদত্যাগ চাওয়া হয়েছে, সে প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি দেবব্রত। তবে তিনি বলেছেন যে, এই বিষয়টি তারা নিজেদের সভায় আলোচনা করবেন, ‘যারা এই দাবি তুলে ধরেছে, তারা তো আবেগ থেকে শুধু কথা বলেনি। তারা পেশাদার ক্রিকেটার। তাদের দাবি গুরুত্বের সাথেই নিতে হবে। আমরা দ্রুত একটা বৈঠক ডাকব। সেখানে তাদের এই দাবি নিয়ে আলাপ করব। আমাদের যেহেতু পদত্যাগ চাওয়া হয়েছে, তারা সেটা নিয়ে আলাপ করব।’

এরপর দেবব্রত বলেন যে, ক্রিকেটাররা বাকি যেসব দাবি তুলেছেন, সেগুলো নতুন কিছু নয়। তার বক্তব্য যে, এসব দাবি নিয়ে অনেকদিন ধরেই কাজ করছে কোয়াব। আর কোয়াবের এই সক্রিতার কথা অনেক ক্রিকেটার জানেন বলেই তিনি বললেন, ‘আমরা একটা পর একটা মিটিং করছি এসব বিষয় নিয়ে। বোর্ডের সঙ্গেও আলাপ করেছি। আমরা ক্রিকেটারদের স্বার্থ নিয়েই কাজ করছি। এখানে (গতকালকের সংবাদ সম্মেলনে) উপস্থিত অনেক ক্রিকেটারও জানে যে, আমরা কী করছি। তারপরও তারা এমন কেন বলল, সেটা আমার জানা নেই।’