শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিবদের কোর্টে বল ঠেলে দিল বিসিবি

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:১৪

ভারত সফর  নিয়ে আশাবাদ

স্পোর্টস রিপোর্টার

বিসিবির জরুরি সভা। গতকাল সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের ভিড়। সকাল ১১টার পর থেকে পরিচালকরা আসতে শুরু করেন। গুমোট একটা পরিবেশ চারদিকে। গত সোমবার ১১ দফা দাবি জানানোর পর গতকাল মিরপুরে ক্রিকেটারদের আনাগোনা ছিল না। দুপুর ১টার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আসার পরই শুরু হয় পরিচালকদের মিটিং।

প্রায় ১৫ জন পরিচালকের উপস্থিতিতে মিটিংয়ের শুরুতেই গতকালকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলো নেওয়া বোর্ড রুমে। ক্রিকেটারদের দাবি সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখার পরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় মিটিংয়ে। দুই ঘণ্টা মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন পরিচালকরা। সংবাদ সম্মেলনের স্থায়িত্বকালও বেশ লম্বা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের দাবির বিষয়ে বিসিবির কঠোর অবস্থানই তুলে ধরেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

হার্ড লাইনে থাকা বিসিবি বল ঠেলে দিয়েছে ক্রিকেটারদের কোর্টে। সরাসরি বোর্ডের কাছে দাবি উপস্থাপন না করায় দুঃখ পেয়েছেন বিসিবি সভাপতি। আলোচনার দরজা উন্মুক্ত রেখেছে বিসিবি। তবে বোর্ড সভাপতি বলেছেন, দাবিগুলো নিয়ে গণমাধ্যমে বলার আগে বিসিবির কাছে আসা উচিত ছিল ক্রিকেটারদের। এখন দাবি নিয়ে আলোচনা করতে বিসিবির কাছেই আসতে হবে সাকিব-তামিমদের।

এদিকে দুদিন পর শুরু হতে চলা ভারত সফরের ক্যাম্প চালু রাখবে বিসিবি। ক্রিকেটাররা কে কে যোগ দিচ্ছেন ক্যাম্পে, তা দেখতে চায় বিসিবি। ভারত সফর হবে আশাবাদ জানিয়ে পাপন বলেছেন, ‘আমি অবশ্যই আশা করি ক্যাম্প চলবে। ভারত সিরিজ হবে। কারণ, আমার এখনো বিশ্বাস, বেশির ভাগ খেলোয়াড়ই খেলতে চায়। তারা ক্রিকেটের উন্নয়ন চায়। কয়েকটা টাকা, ৫ হাজার টাকার জন্য দেশের ক্রিকেটের সর্বনাশ করে দেবে, এটা আমার বিশ্বাস হয় না। তবে সামনেই তো দেখতে পাব সব।’

ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না জানিয়ে পাপন বলেছেন, ‘ওরা কারো ফোন ধরছে না। আমাদের ফোন কেটে দিচ্ছে।’

বিসিবি সভাপতি আরো বলেছেন, ‘২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে। আমরাও দেখতে চাই কারা যোগ দিচ্ছে আর কারা দিচ্ছে না। এনসিএলে ক্রিকেটাররা যোগ না দিলে তো আমাদের কিছু করার নেই।’

ক্রিকেটারদের ১১ দফা দাবির বিষয়ে বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ওদের যে দাবিগুলো আছে মেনে নিয়েছি, নিচ্ছি, ওরা আমাদের কাছে আসলেই হতো। আসে নাই, এর কারণটা কি? আসলেই মেনে নেব জানে, তাই হয়তো আসেনি। যাই হোক সিরিজ বন্ধ করা যাবে না। আমরা তো মেনে নিতে প্রস্তুত।’

ক্রিকেটারদের দাবি মানার সুস্পষ্ট ঘোষণা দেয়নি বিসিবি। আলোচনার দরজা খোলা জানিয়ে বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন, দাবিগুলো নিয়ে বোর্ডের সঙ্গেই আলোচনা করতে আসতে হবে ক্রিকেটারদের।

ক্রিকেটারদের ধর্মঘট দেখে বিস্মিত পাপন। বোর্ড প্রধান বলেছেন, ‘দাবি ওরা জানাতেই পারে। এটা খুব স্বাভাবিক। কিন্তু সেটির জন্য তারা ধর্মঘটে গেছে। খুবই দুঃখজনক। আমার বিশ্বাসই হচ্ছে না, আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন কিছু হতে পারে। এটা আশ্চর্য ব্যাপার, অবাক করা। আগে কোনো দিন বলেনি এসব কথা।’

গত সোমবার অবশ্য ক্রিকেটাররা বলেছিলেন, দাবি আদায়ের আগে ক্যাম্পে যোগ দিবেন না, জাতীয় লিগে খেলতে যাবেন না তারা। নিজেদের দাবির পক্ষে অনড় ছিলেন সাকিব-তামিম-মুশফিকরা।