শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজই শেষ চারে চট্টগ্রাম আবাহনী?

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

স্বাগতিক আবাহনী আজ বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়ং এলিফ্যান্টের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে দারুণ জয়ের পর এই ম্যাচেও ইতিবাচক ফল নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রাখতে চায় কোচ মারুফুল হকের শিষ্যরা।

সে লক্ষ্য নিয়েই গত সোম ও মঙ্গলবার চট্টগ্রামের বন্দর মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে জামাল ভুঁইয়ার দল। ইয়ং এলিফ্যান্টের মুখোমুখি হওয়ার আগে চট্টগ্রাম আবাহনীর কোচ ও অধিনায়ক দুজনকেই বেশ আত্মবিশ্বাসী দেখা গেল। তবে প্রথম ম্যাচে মোহনবাগানকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা লাওটিয়ান দলটিকে বেশ সমীহই করছে দলটি।

প্রতিপক্ষ ইয়ং এলিফ্যান্ট টুর্নামেন্টের সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে আসা দল, অভিমত মারুফুলের। তাদের হারাতে হবে, সেরাটাই দিতে হবে বলে জানান চট্টগ্রাম আবাহনী কোচ, ‘আমি আগেই বলেছি আমাদের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা, তবে তার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে আমাদের। পরের ম্যাচটায় একটা সুযোগ আছে সেমিফাইনাল নিশ্চিত করার। তবে প্রতিপক্ষ দলটা বেশ গোছানো। আমার মতে, টুর্নামেন্টের সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে আসা দল তারা। এমন দলকে হারাতে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়তে হবে আমাদের।’

কোচের সুর ঝরে পড়ল চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠেও। তিনি বলেন, ‘আমরা ইয়ং এলিফ্যান্টের ভিডিওচিত্র দেখে দলটিকে বিশ্লেষণ করেছি। আক্রমণে দারুণ। অফুরান প্রাণশক্তি তাদের। উইং-আক্রমণে বেশ ধার আছে দলটির। মোহনবাগানকে হারানোর পর ওদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। তবে আমরা আমাদের সেরাটা খেলাটা খেলতে চাই। তাহলে জয় পাওয়া অসম্ভব হবে না মোটেও।’

এদিকে প্রথম ম্যাচে মোহনবাগানের বিপক্ষে নাটুকে জয় পাওয়া লাওটিয়ান দলটি এবার আবাহনী বধের স্বপ্নে বিভোর। আগের ম্যাচে চট্টগ্রামের দর্শকের দারুণ সমর্থন পেয়েছিল ইয়ং এলিফ্যান্ট। দলটির কোচ ভি সেলভারাজ জানালেন, এই ম্যাচেও দর্শক সমর্থন নিজেদের পক্ষেই আশা করছেন তিনি।

দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা মোহনবাগান ও টিসি স্পোর্টস। এই ম্যাচেও হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে দল দুটি। মোহনবাগান কোচ কিবো ভিকুনা জানালেন, বাকি সব ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চান তিনি, ‘একটা ম্যাচ হেরে যাওয়ায় খারাপ দল হয়ে যাইনি আমরা। পরের ম্যাচগুলো জেতার সামর্থ্য আছে আমার দলের। পূর্ণ তিন পয়েন্ট জিততেই মাঠে নামব আমরা। শুধু তাই নয়, বাকি দুই ম্যাচেই আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

একই লক্ষ্য শিরোপাধারী টিসি স্পোর্টসেরও। দলটির কোচ আফিয়া হামিদ বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। এজন্য সেরাটা দিতে হবে। আবাহনীর বিরুদ্ধে ছেলেরা ক্লান্ত ছিল। স্বাভাবিক খেলা খেলতে পারেনি। আশা করছি, ‘এই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

আজকের খেলা

মোহনবাগান-টিসি স্পোর্টস

চট্টগ্রাম আবাহনী-ইয়ং এলিফ্যান্ট