শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই জেলেকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠাল সিউল

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:০৩

উত্তর কোরিয়ার ১৬ জেলেকে হত্যা করে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা দুই জেলেকে পিয়ংইয়ংয়ের কাছে হস্তান্তর করেছে সিউল। শনিবার উপকূলীয় সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়া প্রবেশ করলে তাদের আটক করে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়া সাধারণত উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আশ্রয় দিয়ে থাকে; কিন্তু এক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল। দক্ষিণ কোরিয়ার বক্তব্য, পালিয়ে আসা এই দুই জন তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কারণ তারা দলত্যাগী নয়, বরং অপরাধী। সে বিবেচনায় এই দুই জনকে সিউলে রাখলে তাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হলো। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, অভিযুক্তরা স্বীকার করেছেন যে, দুর্ব্যবহারের কারণে গত অক্টোবরে তারা আরো এক জনকে সঙ্গে নিয়ে জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করেন।