শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অযোধ্যার রায় নিয়ে দলের কাউকে মুখ না খোলার নির্দেশ মমতার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:৩৬

অযোধ্যা মামলার রায় নিয়ে মিডিয়ার সামনে দলের কোনো নেতা মুখ খুলতে পারবেন না। তৃণমূল ভবনে বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের বিধায়ক ও সাংসদদের এ ব্যাপারে গত বৃহস্পতিবার সতর্ক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রায় নিয়ে যদি কিছু বলার থাকে, তাহলে তিনি তা বলবেন। খবর কলকাতা ২৪–৭-এর

আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে ছয়টি গুরুত্বপূর্ণ মামলার রায় শোনাবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ঐ দিন দলীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেন, ‘রায় কী হবে না হবে, জানি না। কিন্তু রায় বেরোলে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য দলের সবাইকে সতর্ক থাকতে বলেছি। শান্তি বজায় রাখতে বলেছি। আর সংবাদমাধ্যমকে এ বিষয়ে যা বলার, তা শুধু আমি বলব। আর কেউ বলবেন না। দলের সবাইকে তা জানিয়ে দিয়েছি।’ এদিকে বাড়তি নিরাপত্তার জন্য অযোধ্যায় মোতায়েন করা হয়েছে ১২ হাজার পুলিশ। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ গতকাল উত্তর প্রদেশের মুখ্য সচিব ও পুলিশপ্রধানকে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথও।