শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওসামা বিন লাদেন ছিলেন পাকিস্তানের হিরো :মোশাররফ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৩৪

 

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের ‘হিরো’ ছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আল কায়েদার আয়মান আল জাওয়াহিরি, হাক্কানি নেটওয়ার্কের জালালুদ্দিন হাক্কানিরাও পাকিস্তানের ‘হিরো’ ছিলেন বলে এক সাক্ষাত্কারে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি কাশ্মীরি মুজাহিদিনদের পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পাঠানো হয়েছিল বলেও স্বীকার করেছেন। বুধবার পাকিস্তানি রাজনীতিক ফারহাতুল্লাহ বাবর মোশাররফের ঐ সাক্ষাত্কারের ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে সাক্ষাত্কারটি কবে নেওয়া তা নিশ্চিত করতে পারেনি ভারতীয় গণমাধ্যমটি। টুইটারে শেয়ার হওয়া ঐ ক্লিপিংয়ে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট মোশাররফকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে অস্থিতিশীল করতে ইসলামাবাদের কৌশল নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায়। ‘যে কাশ্মীরিরা পাকিস্তানে আসতেন, তারা বীরের মর্যাদা পেতেন। সাধারণত আমরা তাদের প্রশিক্ষণ ও সহায়তা দিতাম। আমরা তাদের মুজাহিদিন হিসেবে বিবেচনা করতাম, যারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়ছে। এরপর ঐ সময়েই লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলোর উত্থান ঘটে।