শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরাকে গোপনে ক্ষেপণাস্ত্রের মজুত গড়ছে ইরান :যুক্তরাষ্ট্র

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:০১

ইরাকে লাগাতার বিক্ষোভ ও অস্থিরতাকে পুঁজি করে ইরান সেখানে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াচ্ছে বলে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বেশি করে সৃষ্টি করার মানসিকতা থেকেই এ কাজ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থগুলোতে ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় নতুন করে সামরিক উপস্থিতি গড়ে তোলার পর ইরান এ তত্পরতা শুরু করেছে। উপসাগরে তেলের ট্যাংকার এবং অন্য স্থাপনায় হামলার ঘটনার জন্য গোয়েন্দা কর্মকর্তারা ইরানকে দায়ী করেছে। গত মে থেকে ট্রাম্প প্রশাসন ঐ অঞ্চলে ১৪ হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে। আর এ কারণে ইরান ইরাকে তাদের শক্তিমত্তা বৃদ্ধির চেষ্টা করছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে, তাদের কাছে নতুন গোয়েন্দা তথ্যে এ ধরনের আভাস পাওয়া গেছে। মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পর থেকেই ইরান এ ধরনের কর্মকাণ্ডে যাচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে বেরিয়ে এসেছে। যদিও পেন্টাগনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা পাঠানোর কথা অস্বীকার করেছে ন্যাটো। সংস্থাটির এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ঐ অঞ্চলে ইসরাইল, সৌদি আরবসহ যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদেশ এবং অংশীদারদের জন্য একটি হুমকি।