শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসরাইলের পারমাণবিক চুল্লির কাছে সিরীয় ক্ষেপণাস্ত্র

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪২

পালটা হামলা তেল আবিবের

 বিবিসি ও রয়টার্স

সিরিয়ার ভূমি থেকে আকাশে ছোড়ার উপযোগী একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হানার পর পালটা হামলা চালিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার ইসরাইলি এই হামলায় সিরিয়ার চার সৈন্য আহত ও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে। কিন্তু সিরীয় ক্ষেপণাস্ত্রে ইসরাইলের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, সিরীয় ক্ষেপণাস্ত্রটি দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ইসরাইলের গোপনী ডিমোনা পারমাণবিক চুল্লির আশপাশের এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। এর প্রতিক্রিয়ায় তারা সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পালটা হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেল আবিব। যে স্থাপনা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হেনেছে সেখানেও হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, রাজধানী দামেস্কের আশপাশের এলাকাগুলো লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলা প্রতিরোধ করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা বলেছে, ‘বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ করে প্রায় সবগুলোকে ভূপাতিত করেছে।’ এ ঘটনায় চার সৈন্য আহত ও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে তারা।

সিরিয়ার সামরিক বাহিনীর এক জন দলত্যাগী সদস্য রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলিরা দামেস্কের প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে দুমাইর শহরের কাছে কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। ঐ এলাকাগুলোতে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান আছে। রয়টার্স জানিয়েছে, এর আগেও এই এলাকায় ইসরাইল বহুবার হামলা চালিয়েছিল।

ইসরাইলের সামরিক বাহিনীর এক জন মুখপাত্র জানিয়েছেন, এসব ঘটনার আগে সিরিয়ায় আরেকটি বিমান হামলা চালিয়েছিল ইসরাইল। তখন হামলাকারী বিমানগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল সিরীয় বাহিনী।

ঐ ক্ষেপণাস্ত্রগুলোর একটি লক্ষ্যচ্যুত হয়ে ইসরাইলের ডিমোনা এলাকায় গিয়ে পড়ে। লক্ষ্যচ্যুত ঐ ক্ষেপণাস্ত্রটি একটি এসএ-৫।