শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতিসংঘে কাশ্মীর ও উইঘুর নিয়ে সরব এরদোয়ান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

জাতিসংঘে কাশ্মীর ও উইঘুর মুসলিমদের নিয়ে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার সংস্থাটির সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে কাশ্মীরি মুসলিমদের পক্ষে জোরালো বক্তব্য রাখেন তিনি। এরদোয়ান বলেন, বিভিন্ন পক্ষের সংলাপের মাধ্যমে এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব কাঠামোর মধ্যে কাশ্মীরে বিগত ৭৪ বছর ধরে চলমান সংকট সমাধানে আমাদের অবস্থান অটুট রয়েছে।’ এ সময় তিনি চীনের উইঘুর মুসলিমদের পক্ষেও কথা বলেন।  খবর টাইমস অব ইন্ডিয়া ও ডন অনলাইনের

জাতিসংঘে এর আগেও বেশ কয়েক বার কাশ্মীর ইস্যু নিয়ে সরব হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। গত অধিবেশনেও এ নিয়ে কথা বলেছিলেন তিনি। সেসময় এরদোয়ান বলেছিলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তি নষ্টের মূলে রয়েছে কাশ্মীর সংকট। এটি একটি জ্বলন্ত সমস্যা। ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির পদক্ষেপ সমস্যাটিকে আরো জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। গত বছর পাকিস্তান সফরে গিয়েও কাশ্মীর সংকট নিয়ে কথা বলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। তবে এরদোয়ানের এসব বক্তব্যে বরাবরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে ভারত। কাশ্মীর ইস্যুকে ‘অভ্যন্তরীণ ব্যাপার’ উল্লেখ করে নয়াদিল্লি বলেছে, অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে শেখা উচিত তুরস্কের। এদিন জাতিসংঘে কাশ্মীরিদের পাশাপাশি চীনের উইঘুর ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নিয়েও কথা বলেছেন এরাদোয়ান। উইঘুর প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমরা বিশ্বাস করি, উইঘুর মুসলিমদের মৌলিক অধিকার রক্ষায় চীনের আরো সচেষ্ট হওয়া প্রয়োজন। ’