শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই এই হামলা’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:০২

 রয়টার্স, আল জাজিরা

ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতেই ইস্টার সানডেতে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারদানা। মঙ্গলবার পার্লামেন্টে এ মন্তব্য করেন তিনি।

উইজেওয়ারদানা বলেন, প্রাথমিক তদন্তে বের হয়েছে এটি নিউজিল্যান্ডের মসজিদে চালানো হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে।  শ্রীলঙ্কায় হামলার ঘটনায় দুটি স্থানীয় ইসলামি সংগঠন দায়ী, এমন ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, জেএমআইয়ের সঙ্গে মিলে ন্যাশনাল তাওহীদ জামায়াত এ হামলা চালিয়েছে। জেএমআই বলতে তিনি স্থানীয় আরেকটি ইসলামি গোষ্ঠী জমিয়াতুল মিল্লাতু ইব্রাহিমকে বুঝিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, এ ধরনের সংগঠন নিষিদ্ধ করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং সন্দেহভাজনদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। উইজেওয়ারদানা বলেন, এ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতির বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া তদন্তকার্য সুষ্ঠুভাবে চালানোর স্বার্থে হামলার স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। রবিবার ইস্টার সানডের দিন শ্রীলঙ্কাজুড়ে আটটি বোমা হামলায় অন্তত ৩২১ জন নিহত ও পাঁচ শতাধিক লোক আহত হয়। এক দশক আগে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগাররা উত্খাত হওয়ার পর এমন ভয়াবহ হামলা আর দেখা যায়নি দেশটিতে।