শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উচ্ছ্বসিত মোদির মা

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:০৬

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন উচ্ছাস প্রকাশ করেছেন। উল্লাসে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন তিনি। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভির

সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। গতকাল বৃহস্পতিবার ভোটগণনা শুরু হয়। প্রাথমিক ফল অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এ খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন মোদির মা। বড় ব্যবধানে ছেলে মোদির ক্ষমতায় আসার খবরে সকালেই গুজরাটের গান্ধীনগরে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন হীরাবেন। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে ছেলের জয়ের জন্য সংবাদমাধ্যমকেও কৃতজ্ঞতা জানান তিনি। এপ্রিলের শেষ সপ্তাহে ৯৮ বছর বয়সী মায়ের কাছে ছুটে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। ওইদিন হীরাবেনের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আহমেদাবাদের ভোটকেন্দ্রে যান ভারতের এই প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে ছিল ৩৪২ আসনে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৯০টি আর অন্যরা ১১০ আসনে এগিয়ে ছিল।