শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়ায় সাংবাদিককে মাদক মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৯৪

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:১৭

রয়টার্স

একজন সাংবাদিককে মিথ্যা অযুহাতে গ্রেফতারের বিচার দাবিতে মস্কোতে গতকাল বুধবার বিক্ষোভ করেছে বহু মানুষ। এসময় বিক্ষোভ থেকে বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিসহ প্রায় ৯৪ জনকে আটক করে পুলিশ।

রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ইভান গলুনভকে মাদক আইনে গ্রেফতার করে পুলিশ। পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। গণরোষ এড়াতে অকস্মাত্ মামলা তুলে নেয় পুলিশ। রাশিয়ায় কর্তৃপক্ষের এধরনের অকস্মাত্ ইউটার্ন সচরাচর দেখা যায় না। কর্তৃপক্ষের হুঁশিয়ারি সত্ত্বেও ইভান গলুনভের সমর্থকরা তার গ্রেফতারের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করে।

সাংবাদিক গলুনভকে (৩৬) গত বৃস্পতিবার মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তিনি মস্কোর সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দুর্নীতি নিয়ে করা রিপোর্টের কারণে সুখ্যাতি পেয়েছেন।