শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্রিসে ঝড়ে ৬ বিদেশির মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৪১

গ্রিসে শিলাঝড় ও বৃষ্টিতে ছয় বিদেশি নাগরিক নিহত ও আরো শতাধিক লোক আহত হয়েছে। বুধবার রাতে দেশটির উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ে গাছ উপড়ে পড়ে ও ছাদ ধসে এসব ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, জনপ্রিয় পর্যটন কেন্দ্র হালকিদিকি উপদ্বীপের একটি রেস্তোরাঁর ভেতরে দিয়ে বয়ে যাওয়া প্রবল বাতাস সবকিছু উড়িয়ে নিচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে আসা ছবিতে ওই এলাকার শহরগুলোর রাস্তায় উপড়ে পড়া পাইন গাছ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখা গেছে। আহতেদের মধ্যে অনেককে নিকটস্থ মুদানিয়া মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল সেন্টারটির পরিচালক আথানসিওস কালজাস গ্রিক টেলিভিশনকে বলেন, ‘আমার ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম এ ধরনের কোনো কিছুর অভিজ্ঞতা হলো। আকস্মিক এ ঝড়ে যেন সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে।’ তিনি বলেন, আহতদের মধ্যে শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছে। এদের মধ্যে অনেকেই গাছ পড়ে আহত হন।