শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুম্বাইয়ে ভবনধসে নিহত ৫, আটকা ৫০

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪৩

এনডিটিভি

ভারতের মুম্বাই শহরের ডংরি এলাকায় চার তলা একটি ভবনধসে পাঁচ জন নিহত ও ধ্বংস্তূপের নিচে প্রায় অর্ধশত লোক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভবনটি ভেঙে পড়ে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি বড়ো দল হতাহতদের উদ্ধারে নেমেছে।

ভবনটি সরু গলির ভেতরে হওয়ায় উদ্ধার কাজে হিমশিম খাচ্ছেন কর্মীরা। উদ্ধার কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও এগিয়ে এসেছে। অনেকেই রাস্তা ফাঁকা করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দিতে সহায়তা করছেন। ভবনটি ধসে পড়তে দেখা এক কিশোর বলেছে, ‘আমরা বিকট একটা শব্দ শুনি। ‘বিল্ডিংটা পড়ে যাচ্ছে, বিল্ডিংটা পড়ে যাচ্ছে’ বলে সবাই চিত্কার করছিল। আমি দৌড় দেই। বড়ো ভূমিকম্পের মতো মনে হয়েছিল।’ আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এ ভবনটি অবশ্যই ৯০-১০০ বছর পুরোনো হবে। আমি কয়েকটি শিশুর লাশ দেখেছি। ভবনটিতে সাত থেকে আটটি পরিবার থাকত।’

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যানুযায়ী, বিশ্বে অন্যতম জনবহুল শহর মুম্বাইয়ে ভবনের নিরাপত্তা একটি বড়ো ধরনের ইস্যু।