শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তথ্য অধিকার আইনকে গুরুত্বহীন করে দিল কেন্দ্র :সোনিয়া গান্ধী

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:২৯

 

বিরোধীদের আপত্তিতে আমল না দিয়েই সোমবার লোকসভায় পাশ হয় ‘তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিল’। তার একদিন পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ঐ আইন সংশোধন প্রসঙ্গে মুখ খুললেন। তিনি অভিযোগ করেন যে, লোকসভায় ওই বিতর্কিত সংশোধনী বিল পাশের মাধ্যমে কেন্দ্র আসলে  ‘ঐতিহাসিক তথ্য জানার অধিকার আইন বিলোপ’ করার চেষ্টা করছে। ঐ ‘তথ্য জানার অধিকার আইনকে একেবারে গুরুত্বহীন করে দিল কেন্দ্র’, বলেন সোনিয়া গান্ধী।

কংগ্রেস নেত্রী বলেন, এটি অত্যন্ত উদ্বেগের ব্যাপার যে কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক তথ্য জানার অধিকার (আরটিআই) আইন, ২০০৫-কে সম্পূর্ণ রূপে তুলে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এই আইনটি একসময় বিস্তর আলোচনার পর প্রস্তুত করা হয়েছিল এবং সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়,  সেটিই এখন বিলুপ্তির প্রান্তে এসে দাঁড়িয়েছে।