শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘কাশ্মীরি রাজনীতিকদের গ্রেফতারে শূন্যস্থান পূরণ করবে জঙ্গিরা’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

কাশ্মীরের ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিকদের গ্রেফতারের ফলে তাদের শূন্যস্থান পূরণ করবে জঙ্গিরা। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মূলত জননিরাপত্তা আইনে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে গ্রেফতারের ঘটনায় এমন প্রতিক্রিয়া জানান রাহুল।

টুইটে রাহুল গান্ধী বলেন, ‘এটা স্পষ্ট যে, ফারুক আবদুল্লাহর মতো জাতীয়তাবাদী নেতাদের আটক করে রাজনৈতিক শূন্যস্থান তৈরি করতে চাইছে সরকার, যা পূরণ করবে জঙ্গিরা। তারপর বাকি ভারতে মেরুকরণের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহূত হবে কাশ্মীর।’

উল্লেখ্য, ১৯৭০ সালে জননিরাপত্তা আইন পাশ করান ফারুক আবদুল্লাহর বাবা ও কাশ্মীরের তত্কালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ। এই আইনে যে কাউকে  বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়।

২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলে ভারত। ওই দিন থেকেই নিজ বাড়িতে ‘গৃহবন্দি’ অবস্থায় ছিলেন কাশ্মীরের এই ভারতপন্থি রাজনীতিক। সর্বশেষ ‘বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে নিজের বাবার তৈরি জননিরাপত্তা আইনে তাকে আটক করে ভারতের নিরাপত্তা বাহিনী।