শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতিসংঘ মিশনের কিউবার দুই সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

এএফপি

জাতিসংঘ মিশনের কিউবার দুই সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এ নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তেগাস এসব কথা জানান।

ওর্তেগাস টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টার বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি।’ এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিল যে যুক্তরাষ্ট্র কিউবার জাতিসংঘ মিশনের এই দুই সদস্যকে দ্রুত ওয়াশিংটন ত্যাগের নির্দেশ দিয়েছে। ওর্তেগাস বলেন, কিউবার এই দুই সদস্য তাদের আবাসিক সুবিধার অপব্যবহার এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ড আমরা কখনোই বরদাশত করি না। বিষয়টিকে সব সময়ই আমরা অধিক গুরুত্ব সহকারে দেখে থাকি। এছাড়া যারা যুক্তরাষ্ট্রের আবাসিক সুবিধা নিয়ে দেশটির ক্ষতি করার চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত অব্যাহত থাকবে।’ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, কিউবার জাতিসংঘ মিশনের ওই দুই সদস্যের ম্যানহাটনে চলাফেরা নিষিদ্ধ করা হবে।