বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৫০তম আন্তর্জাতিক চিঠি লেখা প্রতিযোগিতায় জয়ী বাংলাদেশের কিশোরী

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:৩৯

আইভোরি কোস্টের শহর আবিদজানে অনুষ্ঠিত হয়ে গেলো ৫০তম আন্তর্জাতিক চিঠি লেখন প্রতিযোগিতা (এলএলডব্লিউসি)। প্রতিযোগিতায় জয়ী হয়েছে বাংলাদেশের কিশোরী নুবায়শা ইসলাম।

নুবায়শা তার ছোট বোন আমলের উদ্দেশ্যে চিঠিটি লিখেছিলেন।

গত ২৭ আগস্ট এক অনুষ্ঠানে বিজয়ী চিঠি লেখকের নাম ঘোষণা করে এলএলডব্লিউসি। করোনাভাইরাসের মহামারিতে পরিবারের একজন সদস্যের প্রতি চিঠি- এই প্রতিপাদ্যে লেখা চিঠি ক্যাটাগরিতে জয়ী ঘোষণা করা হয় নুবায়শা ইসলামকে।

জানা যায়, অমলের জন্মের আগেই চিঠিটি লিখেছেন নুবায়শা। চিঠিতে নুবায়শা তার ছোট বোনকে করোনাভাইরাসের মহামারিতে তার সংগ্রামের কথাগুলো উল্লেখ করেছেন। পাশাপাশি ছোটবোনকে কখনো সাহস না হারানোর উপদেশও দিয়েছেন।

চিঠিতে নুবায়শা বলেন, আমার মোটেও ঈর্ষা হচ্ছে না যে তুমি আমার বাবা-মায়ের সব মনোযোগ কেড়ে নিয়েছো। বাবা আমাকে বলেছে আমার একটি ছোট বোন আসছে। তবে আমার হিংসা হচ্ছে এই ভেবে যে, তুমি গর্ভে নিরাপদে আছো। আর আমি আছি মারাত্মক বাইরের পৃথিবীতে। আমিতো তো নিরাপদে নেই।

করোনাভাইরাসের কারণে লকডাউনে বন্দি জীবনের কথাও চিঠিতে তুলে ধরেছে নুবায়শা। ঘরে বসে থাকাকে অবিরাম বন্দিদশা দিসেবে আখ্যা দিয়েছে সে।

ইত্তেফাক/টিআর