শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাবার ইমামের মঞ্চে জোরপূর্বক ওঠার চেষ্টা, অতঃপর গ্রেফতার

আপডেট : ২৩ মে ২০২১, ০০:৩৭

সৌদিআরবে মক্কা নগরীর কাবা শরিফ ও মসজিদ আল হারামে ইমামের খুৎবা দেওয়ার মঞ্চে জোরপূর্বক ওঠার চেষ্টাকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। শনিবার (২২ মে) আসরের নামাজের সময় এমন ঘটনা ঘটে।

সৌদিআরবের মক্কার পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও আসরের নামাজের পূর্বে মঞ্চে দাঁড়িয়ে খুৎবা দিচ্ছিলেন মসজিদ আল হারামের অন্যতম ইমাম শেখ বালিলাহ। ঠিক সেইসময় সামনের কাতার থেকে এক ব্যক্তি আচমকা ছুটে গিয়ে জোরপূর্বক মঞ্চে ওঠার চেষ্টা করে। পরে সেখানে উপস্থিত মুসল্লী ও মসজিদের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা তাকে ধরে ফেলে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেন।
 
টুইটারে এ ঘটনার তথ্য নিশ্চিত করে টুইট করেছেন মক্কা পুলিশবিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হারামাইন শারিফিয়ান। 


ইত্তেফাক/এমএএম

 

এ সম্পর্কিত আরও পড়ুন