শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কবিতা

তাহলে আমি শ্বাস নিতে পারছি না কেন?

আপডেট : ০৫ জুন ২০২০, ১৩:০৩

আমাকে কেন
ভালো স্কুলে ভর্তি নেয়া হলো না
সে কথা জানতেও পারিনি
সে ব্যথা বাবা লুকিয়েছিলেন

এখন আমি জানি
বিশেষ পদে আমার নিয়োগ কেন হবে না
জানেন প্রতিটি আফ্রো-এশিয়ান।

প্রাণ খুলে হাসতে পারিনি বহুদিন।
সে কথা বলতেও পারিনি।

সে কথা বলতেই জড়ো হয়েছিলাম
লিংকন মেমোরিয়ালে
সে আমার একটিই স্বপ্ন

মার্টিন,
সে স্বপ্নই আমরা আজও দেখছি
সাদা আততায়ীর গুলিতে তুমি
লুটিয়ে পড়ার পরে তাই হেসেছিলাম
শান্তি আর অহিংসার কথাটি
অন্তত বলতে পারার আনন্দে
এখন আমি প্রাণ খুলে হাসি
গভীর কান্নার সমান আনন্দে

তুমিই যদি শ্রেষ্ঠতর, তাহলে
আমি শ্বাস নিতে পারছি না কেন?

শ্রেষ্ঠত্বের বাহানায় হিংসা নয়
আধিপত্যের বাহানায় হত্যা নয়
আইনী অধিকারও শেষ কথা নয়
হৃদয়ের আগ্রাসন জরুরি।

ইত্তেফাক/আরএ