শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুটি কবিতা

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:৪৭

তৃষ্ণার জল

আজকে মেঘকে বলব
আমাকে একটু তৃষ্ণার জল দিয়ে যেও
এই তপ্ত বুকটা ভিজিয়ে নেব
বিষন্নতার চাদর
খানিকটা সময় সরিয়ে রাখব
রিনিঝিনি নূপুর পায়ে
তুমি এসো বৃষ্টি হয়ে
তারপর দহনের সময় পেরুব
মহাশূন্যে ভেসে যাবে
হিমেল হাওয়া
পৃথিবীর ও পাশে
বরফ সময় পাঠাব তোমায়।

 


অন্তর-দৃষ্টি

সাদা কালো বর্ণ বিবাদ—
এ বিবাদে কেউ হয়নি মহৎ।
এ বিবাদকারী এক ক্ষুদ্র মানব
সে দৈর্ঘ্য প্রস্থে যতই হোক বড়।

পৃথিবীতে সব ভালো কাজ করেনি সাদা
সব বিজয়ী পতাকার রংও নয় সাদা
আল-কোরআনের অক্ষরের রঙ কালো
নেলসন ম্যান্ডেলা বা মহৎপ্রাণ অনেক
গায়ের বর্ণ কালো।
পৃথিবী একাকার মিলে সাদা-কালো
তুমি আমি বৃথা করি দ্বন্দ্ব।
অন্তর দৃষ্টি খুলে দেখো—
ওখানে সবাই প্রথমে আমরা।

ধমনিতে লাল রক্ত কণিকা প্রবাহিত
সবাই সবাইকে গ্রহণ করি এবার
শুধু আকৃতিতে নয়
মনের মধ্যে জাগ্রত থাক মনুষ্যরূপ
পৃথিবী গোল—
আমরাও একত্রিত হই মানুষের মানবতায়
এক চন্দ্র সূর্য যদি সবাইকে—
আলোর কিরণ ও জোছনা দেয়।
তবে মানুষ কেন রঙের
বিভেদ ভুলে পারবে না উঠতে।