শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কবি

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১২:১০

এই জংশনে হারিয়ে যাচ্ছি একটু একটু রোজ। 
কবিতার পিছে ছুঁটলে সবাই কবির নিলে না খোঁজ! 

 

লিখতে লিখতে কবিতার গায়ে লেগে গেলো সব রঙ! 
এইদিকে বাকি জীবনের রেলে পরে আছে কতো জং!

 

করি অকারণ শব্দচয়ন নিভু নিভু আলো জ্বালতে। 
ভুলে খোঁয়া যায় দাবার গুটিও একখানা দান চালতে। 

কংক্রিটে মোরা মিথ্যে শহরে তোমার আমার গল্প।  
গুম হয়ে যায় এই রাস্তায় বেছে রাখা সুখ অল্প। 

আমিও মানুষ শুধু কবি নই নই আমি কোন যোদ্ধা।  
সন্ধ্যে হলেই ফিরে যাবো কাছে আছে কি এমন বোদ্ধা? 

 

কবিতায় বাঁচি তার কাছাকাছি অন্য কিছু তে পারি না।  
হাত পেতে নেই যতটুকু দাও ওইটুকু নিতে ছাড়ি না। 

 

কথার পিছনে কথা মিল দেই যাচ্ছে সময় ভাবতে। 
ফুরিয়ে যাচ্ছি কথার বিকেলে এক হাটু জল মাপতে।  

হয়ে যাবো ভুল ভাঙা মাস্তুলে গহীনে করবো বাস। 
নিভে গেলে বাতি কোন একদিন হয়ে যাবো ইতিহাস। 

ইত্তেফাক/জেডএইচডি