গোপালগঞ্জে ব্যতিক্রমী পাঠ উৎসব

গোপালগঞ্জে চলছে পাঠ উৎসব। রবিবার বিকালে পক্ষকালব্যাপী এ পাঠ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। শহরের জনরুল পাবলিক লাইব্রেরির শতবর্ষ পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
লাইব্রেরির সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি বলেন, যান্ত্রিক যুগে এসে মানুষ পাঠবিমুখ হয়ে পড়েছে। তাই পাঠ অভ্যাস গড়ে তুলতে এ আয়োজন করেছি। উৎসবে ভালো সাড়া পড়েছে। প্রতিদিনই পাঠক বাড়ছে। এ উৎসব প্রতি বছরই করা হবে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াসুর রহমান বলেন, প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি থেকে পক্ষকালব্যাপী পাঠ উৎসবের আয়োজন করা হবে। এ লাইব্রেরি থেকে পাঠক বই নিয়ে পড়তে পারবেন।
ইত্তেফাক/এমআর